নতুন পোশাকে পুলিশকে দেখা যাবে ১৫ নভেম্বর থেকে

এবার সম্পূর্ণ নতুন পোশাকে সাজছে পুলিশ। চলতি মাসের ১৫ তারিখ থেকে মহানগর, নৌ এবং পিবিআই-কে দুই সেট হাফ স্লিভ এবং এক সেট ফুল স্লিভ ইউনিফর্ম দেওয়া হচ্ছে। ওইদিন থেকে পুলিশকে আর দীর্ঘদিনের বা চিরচেনা পোশাকে দেখা যাবে না।

এদিকে কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সর্বস্তরে আয়রন রঙের পোশাক ব্যবহার করা হবে বলে জানা গেছে। যদিও পুলিশের সিরিমনিয়াল পোশাকের কোনো পরিবর্তন হচ্ছে না।

জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। তখন দাবি ওঠে বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের। বিষয়গুলো মাথায় রেখে বাহিনীর সংস্কারসহ নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার।

এদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ এবং পিবিআইয়ের সদস্যদের এই পোশাক দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুলিশের সব ইউনিটকে এ পোশাক সরবরাহ করা হবে। যদিও রংয়ের পোশাকের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, যাচাইবাছাই শেষে চূড়ান্ত হলে পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততোদিন পর্যন্ত পুরোনো ডিজাইনের পোশাকই থাকবে।

এদিকে অপরাধ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক গণমাধ্যমকে বলেন, মানসিকভাবে পুলিশকে পরিবর্তিত হতে হবে। কেবল পোশাক পরিবর্তন করলেই হবে না।

পুলিশের নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিত করাটা খুব জরুরি। পুলিশকে জনবান্ধব করে তুলতে প্রশিক্ষণসহ নানান পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে র‌্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ের পোশাকের ট্রায়ালও দেওয়া হয়। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে। এরপর পুলিশের জন্য গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। এখন থেকে মহানগর পুলিশের ইউনিফর্মের রং আলাদা থাকবে না।

তবে এপিবিএন এবং এসপিবিএন-এর ইউনিফর্ম পরিবর্তন হচ্ছে না। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, পুলিশ সংস্কার ও মানসিকতা পরিবর্তনের অংশ হিসেবে নতুন ইউনিফর্ম চালু করা হচ্ছে। পোশাক নির্ধারণ কমিটি বিভিন্ন দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করে চূড়ান্ত রং নির্বাচন করেছে। নতুন ইউনিফর্মের সঙ্গে পুলিশ লোগোতেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে নৌকার বদলে শাপলা, ধান ও গমের শীষ থাকবে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সূত্র বলছে, পুলিশের নতুন ইউনিফর্মের সঙ্গে অনেকটাই মিল রয়েছে ডিএনসির ইউনিফর্মে। ডিএনসির কর্মকর্তাদের আশঙ্কা পুলিশ আপত্তি তুললে চতুর্থ বারের মতো তাদের পোশাক বদল করা হতে পারে। কারণ আগেও পুলিশের আপত্তির কারণে তাদের পোশাক বদল করা হয়েছিলো।

এ বিষয়ে ডিএনসির মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ বলেছেন, এরকম পরিস্থিতি তৈরি হলে মন্ত্রণালয়ই বিষয়টি বুঝবে। এ জন্য আমাদের পক্ষ থেকে এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ইরাকে কুয়েতের ৯টি বিমানের জরুরি অবতরণ Nov 09, 2025
img
রশিদে কম টাকা দেখিয়ে ধরা পড়া ভূমি কর্মকর্তা পদচ্যুত Nov 09, 2025
img
গাভির শূন্যতা অনুভব করছেন বার্সেলোনা কোচ হান্সি Nov 09, 2025
img
আর্জেন্টিনার ৭-০ গোলের জয় Nov 09, 2025
img
রহস্যময় মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা Nov 09, 2025
img
অস্থির সময়ে শান্ত থাকার পরামর্শ দিলেন পরান বন্দ্যোপাধ্যায় Nov 09, 2025
img
জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি Nov 09, 2025
img
সব পদ থেকে বিএনপির ৫ নেতা বহিষ্কার Nov 09, 2025
img
এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা Nov 09, 2025
img
অনশন ভেঙে ডাবের পানি খেলেন তারেক Nov 09, 2025
img
কিউবার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে, মনে করেন তপু Nov 09, 2025
img

মোস্তফা ফিরোজ

সবাইকে খুশি রাখতে গিয়ে কারো মন পেলেন না ড. মুহাম্মদ ইউনূস Nov 09, 2025
রাজশাহীর ফুটপাত উচ্ছেদে ব্যবসায়ীদের ক্ষোভ Nov 09, 2025
img
‘কফি উইথ করণ’-এ বিরাট কোহলির না থাকার কারণ জানালেন করণ জোহর Nov 09, 2025
img
বদলে গেল আয়ুশ্মান-শর্বরীর সিনেমার নাম Nov 09, 2025
img
‘রাউডি রাঠোরের’ সিক্যুয়েল আসছে ১২ বছর পর Nov 09, 2025
img
জোহরান মামদানির নাগরিকত্ব বাতিলের দাবি তুলছে ট্রাম্পের দল Nov 09, 2025
img
জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে হতাশ আফগান সরকার Nov 09, 2025
img
ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে: মির্জা ফখরুল Nov 09, 2025
img
চাঁদপুরে নদীর পাঙাশ প্রতি কেজি ৯০০ টাকা Nov 09, 2025