যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
গত শুক্রবার (৭ সভেম্বর) সান হুয়ানের একটি মসজিদে নামাজে অংশ নিতে যান তিনি। মসজিদে পৌঁছালে উচ্ছ্বাসভরে তাকে স্বাগত জানান স্থানীয় মুসল্লিরা।
খুতবা শেষে সাধারণ মানুষের সঙ্গে কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন নিউইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন।
মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয়ের মাত্র দুই দিন পরই জোহরান মামদানি পুয়ের্তো রিকো যান একটি বার্ষিক সম্মেলনে যোগ দিতে। প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক ও জনপ্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন বৈঠক ও কর্মশালায় যোগ দেন। এবার নবনির্বাচিত মেয়র হিসেবে তার উপস্থিতি সম্মেলনে বিশেষ আগ্রহের জন্ম দেয়। পুয়ের্তো রিকোয় জোহরান মামদানির এই সফরকে অনেকে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণাদায়ী অধ্যায় হিসেবে দেখছেন।
টিএম/টিএ