ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার মধ্যে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা আগামী বছরের ২৭ মার্চ দোহায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা।
ম্যাচটি হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়ামে।
এই ম্যাচে দেখা যাবে এক অনন্য দ্বৈরথ, স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামাল মুখোমুখি হবেন তার শৈশবের আইডল লিওনেল মেসি। ফুটবলবিশ্ব এখনই এই লড়াইকে বলছে ‘মেন্টর বনাম মাস্টারপিস’।
ফিফা জানিয়েছে, ফিনালিসিমাকে ঘিরে আয়োজন করা হবে এক জমকালো উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের আগমন, উন্মুক্ত প্রশিক্ষণ সেশন, সাংবাদিক সম্মেলন— সবই থাকবে বিশ্বকাপ ফাইনালের মতো জাঁকজমকপূর্ণভাবে।
প্রথমে ম্যাচের তারিখ নির্ধারিত ছিল ২৮ মার্চ, তবে পরে এক দিন এগিয়ে এনে শুক্রবার, ২৭ মার্চ ঠিক করা হয়েছে। সময়সূচি নির্ভর করছে স্পেনের সরাসরি বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ওপর, যা বর্তমানে বেশ সম্ভাব্য বলে মনে করা হচ্ছে।
এদিকে, স্পেন ফুটবল ফেডারেশন মার্চ আন্তর্জাতিক উইন্ডোতে আরো একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। সেটি কাতার বা এর কাছাকাছি কোনো দেশে হতে পারে, যাতে উয়েফার ম্যাচ কোটা পূরণ হয়।
জার্সির ব্যাপারে ফিফা জানিয়েছে, স্পেন খেলবে তাদের সাদা অ্যাওয়ে জার্সিতে, আর আর্জেন্টিনা নামবে কালো কিটে।
টিএম/টিএ