পাকিস্তান নারী ক্রিকেট দলের কোচিং সেটআপে সম্ভাব্য পরিবর্তনের মধ্যে সাবেক টেস্ট পেসার ওয়াহাব রিয়াজকে ঘিরে তৈরি হওয়া জল্পনা দূর করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ওয়াহাব বর্তমানে বোর্ডের কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। তবে এখনো তাকে কোনো অতিরিক্ত বা স্থায়ী দায়িত্ব দেওয়া হয়নি।
নারী দলের কনসালট্যান্ট হিসেবে ওয়াহাবের নিয়োগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর এ ব্যাখ্যা দেয় পিসিবি।
সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে তিনি নারী ক্রিকেটের পরিচালকসহ একাধিক কর্মকর্তার সঙ্গে কাজ করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি কৌশল তৈরি করতে সহযোগিতা করছেন।
এদিকে, কোচিং স্টাফে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি মোহাম্মদ ওয়াসিমের মেয়াদ শেষ হওয়ায় নারী দল বর্তমানে প্রধান কোচশূন্য। নতুন সেটআপে সাবেক টেস্ট ব্যাটার ইমরান ফারহাতের নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
পিসিবি শিগগিরই নতুন প্রধান কোচ ও সহকারী স্টাফদের নাম ঘোষণা করবে। ৩ নভেম্বর ওয়াসিমের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বোর্ড জানায়, নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে এবং যথাসময়ে ঘোষণা দেওয়া হবে।
২০২৪ সালের ২৬ জুন ওয়াসিমকে প্রধান কোচ করা হয়েছিল, শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত ১৯-২৮ জুলাইয়ের নারী টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে। তার সঙ্গে জুনাইদ খান ও আব্দুর রহমানকে সহকারী ও স্পিন কোচ করা হয়, আর ব্যাটিং কোচ না থাকায় ওয়াসিমই সেই দায়িত্বও পালন করেন। তখন বোর্ড জানিয়েছিল, এই নিয়োগগুলো শুধুমাত্র এশিয়া কাপের জন্যই।
এদিকে সদ্যসমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ (ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজিত) পাকিস্তান একটিও ম্যাচ জিততে পারেনি। চার ম্যাচে হেরেছে, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আরও তিনটি। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নারী ক্রিকেটকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনরায় জানিয়েছে পিসিবি।
টিজে/টিএ