রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, রাজনীতি সহজ কোনো বিষয় নয়। বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে এখনো কেউ পুরোপুরি গণতান্ত্রিক হতে পারেনি। কোনো দল কার সঙ্গে কতটা সমঝোতা করছে, কিভাবে করছে এসব বিষয় রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসব কথা বলেন তিনি।
তিনি উল্লেখ করে বলেন, সম্প্রতি একটি সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. তাহের আঙুল সোজা না হলে প্রয়োজনে বাঁকা আঙুলেও কাজ করার কথা বলেছেন। তাদের দাবি, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করলেও গণভোটের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ডা. তাহের বলেছেন, যদি সোজা আঙুলে কাজ না হয়, তাহলে আঙুল পাকা করে গণভোট আয়োজন করবেন। এ ছাড়া তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন যে, নির্বাচন সুষ্ঠু না হলে এটি বাতিল করতে হবে এবং নতুন নির্বাচন আয়োজন করতে হবে, নাহলে দেশ অন্ধকারের দিকে চলে যাবে।
জাহেদ উর রহমান বলেন, ডা. তাহেরের দাবি অনুযায়ী প্রধান উপদেষ্টাকে এই ঘোষণা দিতে হবে। কিন্তু বাস্তবে প্রধান উপদেষ্টার কাছে এমন কোনো এখতিয়ার নেই। পুরো নির্বাচন এমনকি একটি কেন্দ্রের নির্বাচন বাতিল করার ক্ষমতাও প্রধান উপদেষ্টার নেই।
তিনি আরো বলেন, জামায়াতের দুই প্রধান দাবি, গণভোটের আগে সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতির প্রয়োগ।
জামায়াত তাদের দাবিতে কঠোর অবস্থানে রয়েছে, কিন্তু এখন তারা একরকম অচল অবস্থায় আছে। তারা বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু সমঝোতা করতে চাচ্ছে। তারা ঢাকা মহানগরীতে ১১ নভেম্বর জনসভা আয়োজনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব দেখাতে চাইছে।
তিনি বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে একটি অচল অবস্থা বিরাজ করছে। নির্বাচনের সময়সূচি, গণভোটের দিন ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে উত্তেজনা রয়েছে।
সরকারের উচিত দেশে এমন এক সুষ্ঠু ও সমন্বিত পরিস্থিতি তৈরি করা, যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
পিএ/টিএ