ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনকে ‘রাজনীতির দুষ্টু চালক’ বললেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়ার পর এ মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে তারেক বলেন, ডেসটিনির দল আম জনগণ পার্টির দলের নিবন্ধন বাতিল করুন। আপনি অনেক অভিযোগ থেকে বেঁচে যাবেন।
নিজের আম জনতার দল নিবন্ধন পায়নি বলে অন্য দলের নিবন্ধন বাতিলের দাবি করছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক থাকে আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছে রাজনীতিতে তেমন। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।
তারেক বলেন, তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনে ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করলেন সম্পদ রক্ষা করতে।
গত ৪ নভেম্বর বিকেল থেকে ইসির মূল ফটকের সামনে অনশন করছেন তারেক। তিনি বলেন, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার শরীর তা বলছে। ইসির একজন যুগ্ম সচিব বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনে গেছেন। তারা এখনো কোনো জবাব দেননি।