রাম চরনের নতুন ছবি ‘পেদ্দি’ ইতিমধ্যেই শুরুর মুহূর্ত থেকেই উত্তাপ ছড়াচ্ছে। ছবির প্রথম গান ‘চিকিরি চিকিরি’ ৭ নভেম্বর প্রকাশিত হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫০ লাখ ভিউ ছাড়িয়েছে, যা তেলেগু সঙ্গীতের সব রেকর্ড ভেঙেছে। এর আগে ‘পুষ্পা ২’-এর “কিসিক” ছিল দ্রুততম স্ট্রিমিং লিরিক্যাল ভিডিও, যা এখন হার মানিয়েছে।
এ.আর. রাহমানের সুরে তেলেগু সিনেমায় ফেরার এই গান মাটির ফোক রিদমের সঙ্গে আধুনিক ছন্দের মেলবন্ধন ঘটিয়েছে। মোহিত চৌহান কণ্ঠের সঙ্গে, বালাজির কবিতাময়ী কথার এবং জানি মাস্টারের প্রাণবন্ত নৃত্য এই গানের জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়েছে। রাম চরন তার স্বতন্ত্র স্টাইল ও চারম দিয়ে পর্দা জ্বালাচ্ছেন, আর জাহ্নভী কাপুর উজ্জ্বল হয়ে উঠেছেন আছিয়্যাম্মা চরিত্রে।
পরিচালক বুচি বাবু সানা এমন একটি ট্র্যাক উপহার দিয়েছেন যা কেবল সঙ্গীতের নয়, গল্পের বিচিত্র মুহূর্তেও নতুন মাত্রা যোগ করেছে। পেদ্দির জন্য ইতিমধ্যেই উচ্ছ্বাসের পারদ চড়েছে, যা প্যান-ইন্ডিয়া মুক্তি পাবে ২৭ মার্চ ২০২৬-এ, রাম চরনের জন্মদিন এবং শ্রী রাম নবমীর সঙ্গে মিলিয়ে।
এমকে/টিএ