বলিউডের নতুন প্রতিভা প্রতিভা রান্তা, যিনি ‘লাপতাআ লেডিজ’-এ শক্তিশালী অভিনয় দেখিয়েছিলেন, বর্তমানে কার্তিক আর্যন অভিনীত ছবি ‘নাগজিলা: নাগ লোক কা প্রথম কাণ্ড’-এর মহিলা প্রধান চরিত্রের অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এই উচ্চ কল্পনার ক্রিয়েচার কমেডি ছবির শুটিং এই মাসের শুরুতে শুরু হয়েছে, আর মহিলা প্রধানের চূড়ান্ত কাস্টিং এখন শেষ পর্যায়ে।
প্রাথমিকভাবে সান্যা মালহোত্রা প্রধান চরিত্রের জন্য প্রধান প্রার্থী ছিলেন, কিন্তু প্রতিভার সাম্প্রতিক ধারাবাহিক কর্ম, বিশেষ করে ধর্মা প্রোডাকশনের অধীনে অনুভূতি কাশ্যপ পরিচালিত ছবিতে তাঁর অভিনয়, প্রোডাকশন হাউসকে প্রভাবিত করেছে। সূত্রের খবর, নতুন, সতেজ উপস্থিতি এবং সীমিত পর্দার পরিচিতি তাঁকে এমন একটি ফ্র্যাঞ্চাইজিতে প্রধান চরিত্রে নেওয়ার জন্য শক্তিশালী প্রার্থী বানিয়েছে, যা নতুন চলচ্চিত্র জগৎ গড়ে তুলতে চায়।
তবে সময়সূচি একটি চ্যালেঞ্জ হতে পারে। প্রতিভা ইতিমধ্যেই ২০২৬ সালের শুরুতে ম্যাডক ফিল্মসের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত। যদি তারিখগুলো মেলানো যায়, তবে তিনি শিগগিরই কার্তিক আর্যনের সঙ্গে একে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত কমেডির প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন।
‘নাগজিলা’ ত্রয়ী হিসেবে নাগ পৌরাণিক কাহিনী ও হিউমার মিশিয়ে নতুন ধরনের চলচ্চিত্র জগৎ গড়ার লক্ষ্য নিয়েছে। এই মুহূর্তে চূড়ান্ত কাস্টিং নিয়ে সব দৃষ্টি কেন্দ্রীভূত।
এমকে/টিএ