টলিউডের রানী আনুশকা শেট্টি এবার মালায়লাম সিনেমায় পা রাখছেন ঢাকঢোল বাজিয়ে। ‘কাঠানার: দ্য ওয়াইল্ড সর্সারার’ ছবি নিয়ে তিনি দীর্ঘ প্রতীক্ষিত মালায়লাম ডেবিউ করছেন। রোজিন থমাস পরিচালিত এবং গোকুলাম গোপালনের প্রযোজনায় তৈরি এই সিনেমা ৯ম শতকের পাদ্রি কদামাট্টাথু কাঠানারের পৌরাণিক কাহিনীকে জীবন্ত করছে, যিনি অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী ছিলেন বলে বিশ্বাস করা হয়।
আনুশকার প্রথম লুক ‘নীলা’, যা তার জন্মদিনে প্রকাশিত হয়েছে, ইতিমধ্যেই ভক্তদের মুগ্ধ করেছে। রহস্য ও শক্তিতে মোড়ানো এই চরিত্র সিনেমার হরর-ফ্যান্টাসি উপজীব্যকে আরও গভীরতা দিয়েছে। পোস্টারটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, তার রূপান্তর ও ছবির চমকপ্রদ ভিজ্যুয়াল উভয়কেই প্রশংসা কুড়িয়েছে।
ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন জয়সুর্য, সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে প্রভু দেবা ও বিনীত। র. রামনন্দের লেখা চিত্রনাট্য এবং ভারী ভিএফএক্সের মাধ্যমে তৈরি এই সিনেমা ইতিহাস, লোককথা ও রহস্যমিশ্রিত গল্পের এক রোমাঞ্চকর সংমিশ্রণ করছে। বর্তমানে তীব্র উৎপাদন প্রক্রিয়ায় থাকা ‘কাঠানার’ বহু ভাষায় মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে।
আনুশকার শক্তিশালী উপস্থিতি এবং পৌরাণিক কাহিনিতে ভিত্তিক গল্পের কারণে ‘কাঠানার’ মালায়লাম সিনেমার অন্যতম বৃহৎ ও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
এমকে/টিএ