নিজের অনুভূতি ও ভালোবাসার সত্যতা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বলেন, যখন কেউ কাউকে সত্যিই ভালোবাসে এবং সেই ভালোবাসার মাধুর্য অন্য ব্যক্তি থেকেও ফিরে আসে, তখন সম্পর্ক নিজেই একটি প্রাকৃতিক গতি পায়। এমন সম্পর্ক জোরাজুরি বা নিয়ন্ত্রণের অপেক্ষায় থাকে না, বরং নিজে থেকে স্থায়িত্ব পায়।
বিদ্যা আরও বলেন, “যখন তুমি কাউকে সত্যিই ভালোবাসো এবং সেই ব্যক্তি তোমাকে ভালোবাসতে শেখায়, তখন সেই সম্পর্ক নিজে থেকে চলতে শুরু করে।” এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে ব্যক্তিগত অনুভূতি ও পারস্পরিক সম্মানের ওপর আধুনিক সম্পর্কের গুরুত্ব। তিনি সতর্ক করে দিচ্ছেন, সম্পর্কের টিকিয়ে রাখার চাবিকাঠি হলো আন্তরিক ভালোবাসা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা।
এমন উপলব্ধি তার ভক্তদের মধ্যেও আলোড়ন তুলেছে। অনেকে তার কথাকে বাস্তব জীবনের প্রতিফলন হিসেবে দেখছেন, যেখানে সম্পর্ক কেবল আবেগ নয়, বোঝাপড়া ও বিশ্বাসের ওপর দাঁড়াতে হয়।
আরপি/টিকে