প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জীবনে নিজের কতটুকু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি তার ওপর প্রাথমিক শিক্ষা তথা দেশের ভীত গড়ে তোলা যাবে। বলেন, মানুষ অন্যকে ফাঁকি দিতে পারলেও নিজেকে ফাঁকি দিতে পারে না।
শনিবার (০৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মানুষের জীবনের স্বার্থকতা একটাই-সেটি হলো মরণের আগে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করে গেলেন। মানুষ অন্যকে ফাঁকি দিলেও নিজেকে ফাঁকি দিতে পারে না। জীবনে নিজের কতটুকু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি, তার ওপর প্রাথমিক শিক্ষা তথা দেশের ভীত গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা আর নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সাতক্ষীরার সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান যথেষ্ট উন্নত উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষা পরিবারের যতটুকু সম্পদ ও শক্তি রয়েছে তা পুরোপুরি কাজে লাগাতে পারলে প্রধান যে টার্গেট শিক্ষার্থীদের সক্ষমতায় গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের কাজের উপর বিভিন্ন বিভাগের কর্মসূচি তুলে ধরে নির্মিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ইউটি/টিএ