বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী ৫ আসরের জন্য রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। আসন্ন ১২তম আসরের জন্য ইতোমধ্যে তারা সরাসরি চুক্তিতে তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। দ্বিতীয় সাইন হিসেবে নাজমুল হোসেন শান্তকে বেছে নিয়েছে তারা।
রোববার (৯ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির একটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ঘরের ছেলে শান্তকে হাত ছাড়া করতে চান তারা। তাই শান্তকে দলের নেওয়ার পরিকল্পনা করেছে তারা। সেই সঙ্গে দলের অধিনায়কত্বও তার কাঁধে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এবারের আসরে ড্রাফটের আগে দেশি ২ জন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। তাই রাজশাহী তামিম ও শান্তকে বেছে নিয়েছে।
গত বছর জাতীয় দলের অধিনায়ক থাকার পরও বিপিএলের সরাসরি দল পেয়েছিলেন না নাজমুল হোসেন শান্ত। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু টুর্নামেন্টের বেশির ভাগ সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছিল শান্ত।
তবে এবার আগেভাগেই দল পেয়ে গেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। সম্প্রতি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও বিপিএলের নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করবেন তিনি।
টিএম/টিকে