বিপিএলের ঘর গোছাতে শুরু করেছে নির্বাচিত পাঁচ ফ্র্যাঞ্চাইজি। জাতীয় দলের তারকা ক্রিকেটারকে সরাসরি দলে ভিড়িয়েছে কেউ কেউ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পাকা কথা হয়েছে রংপুর রাইডার্সের। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিমেরও দল হয়েছে।
জাতীয় দলের তারকাদের সরাসরি দলে নেওয়া হলে খেলোয়াড় নিলাম জৌলুস হারাতে পারে বলে মনে করা হচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিল নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে খেলোয়াড়দের নিলাম হবে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্মতি দিলে আজ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান একজন পরিচালক।
বিপিএলের প্রথম আসরে নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছিল। এতে কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের সক্ষমতার বাইরে গিয়ে বেশি টাকায় ক্রিকেটারদের দলে নিয়েছিল। দেশি-বিদেশি ক্রিকেটারদের সেই সম্মানী দিতে না পারায় সমালোচনার মুখে পড়েছিল বিপিএল।
টিএম/টিকে