আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসির এলিট প্যানেলের সদস্য জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।
টেস্ট সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ম্যাচ পরিচালনার মূল দায়িত্বে থাকবেন আইসিসির আম্পায়াররাই। প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আহসান রাজা ও অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।
দ্বিতীয় টেস্টে স্যাম নোগাজস্কির সঙ্গে অন-ফিল্ডে যোগ দেবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং টিভি আম্পায়ারের দায়িত্বে পালন করবেন আহসান রাজা। দুই টেস্টেই চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বিসিবির প্যানেলভুক্ত তানভির আহমেদ ও মাসুদুর রহমান মুকুল।
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্বে থাকলেও, অন-ফিল্ড, টিভি এবং চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের আম্পায়াররাই। তিন ম্যাচের এই সিরিজে গাজী সোহেল, মোরশেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল এবং তানভির আহমেদ অন-ফিল্ড ও টিভি আম্পায়ারের দায়িত্বে রোটেশন পদ্ধতিতে কাজ করবেন। এছাড়া এই সিরিজে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে নারী আম্পায়ার সাথিয়া জাকির জেসীকে।
আইরিশদের বিপক্ষে ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টেস্ট সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
টিএম/টিকে