৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চলা আন্দোলনে সায় না দিয়ে নির্ধারিত সময়েই তা আয়োজনের কথা জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসির পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা পেছানোর সুযোগ নেই।
আজ রবিবার পিএসসির গণসংযোগ কর্মকর্তা মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যথাসময়েই (২৭ নভেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পেছানোর সুযোগ নেই।’
এদিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে ওই পরীক্ষা পেছানোসহ কয়েকটি দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের কঠোর বার্তা দিয়েছে পুলিশ।
দুপুরে রাজধানী শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘কেপিআইভুক্ত প্রতিষ্ঠান পিএসসির সামনে ক্রাউড তৈরি করে স্লোগান না দিতে ও সড়ক অবরোধ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। এখান থেকে আন্দোলনকারীদের সরে যেতে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবি, পিএসসির স্বৈরাচারী আচরণ ও ছাত্রদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ‘লং মার্চ টু পিএসসি’ কর্মসূচি পালন শুরু করেন এই বিসিএসে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ পরীক্ষার্থীরা। একপর্যায়ে মিছিল নিয়ে পিএসসির সামনে বসে যান।
এমকে/এসএন