ভারতের কিংবদন্তি অভিনেতা ওম পুরি একবার বলেছিলেন, “আমি ব্যর্থতাকে কখনও ভয় পাইনি। আমি ভয় পেয়েছি চেষ্টা না করাকে।” এই কথাটির মধ্যেই যেন লুকিয়ে আছে তার পুরো জীবনদর্শন। অভিনয় জীবনে অসংখ্য বাধা, সমালোচনা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েও তিনি কখনও থেমে যাননি।
ওম পুরি ছিলেন এমন এক শিল্পী, যিনি শুধু চলচ্চিত্রে নয়, মঞ্চ ও টেলিভিশনেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন। ছোটবেলা থেকে জীবনের কষ্ট, অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই তিনি বড় হয়েছেন। তবু সেই সংগ্রামই তাকে গড়ে তুলেছে এক অনন্য ব্যক্তিত্বে।
নিজের ব্যর্থতা নিয়ে তিনি কখনও লজ্জিত ছিলেন না। বরং তিনি মনে করতেন, ব্যর্থতা হলো শেখার সবচেয়ে বড় সুযোগ। তার ভাষায়, “যে চেষ্টা করে না, সে-ই প্রকৃত ব্যর্থ।” এই দৃষ্টিভঙ্গিই তাকে সিনেমা জগতে আলাদা উচ্চতায় পৌঁছে দেয়।
ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রে সমানভাবে কাজ করা এই অভিনেতা তার অভিনয়ের গভীরতা ও বাস্তবধর্মী প্রকাশের জন্য আজও স্মরণীয়। তার কথাগুলো শুধু শিল্পীদের জন্য নয়, প্রতিটি সংগ্রামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
ওম পুরির এই উক্তি আজও নতুন প্রজন্মকে শেখায় , সফলতা আসবে কি না, তা গুরুত্বপূর্ণ নয়; কিন্তু চেষ্টা থামানোই সবচেয়ে বড় পরাজয়।
এমআর/এসএন