বহুবার নানা আশ্বাস পেলেও নিয়োগ না পাওয়ায় ১ থেকে ১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। রাতভর সেখানেই থাকার কথা জানিয়েছেন তারা।
রোববার (৯ নভেম্বর)অবস্থান কর্মসূচি শেষে যমুনা অভিমুখে লংমার্চ করার কথা ছিল তাদের। কিন্তু সোমবার নিয়োগ বঞ্চিতদের সমস্যা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানো হবে এ আশ্বাসে লংমার্চ কর্মসূচি স্থগিত করেন তারা।
নিবন্ধিত শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘ দুইশ দিনের আন্দোলনের পরও বিভিন্ন সময় প্রশাসনের আশ্বাস পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়োগ পাননি। জাল সনদধারীরা নিয়োগ পেয়েছে, অথচ বৈধ সনদধারীরা এখনও বঞ্চিত।
এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ অনুযায়ী নিয়োগের দাবিতে ২ হাজারেরও বেশি নিবন্ধিত শিক্ষক আন্দোলন করছেন। তারা জানান, সোমবার যমুনা অভিমুখে লংমার্চ কার্যক্রম শুরু করবেন।
পিএ/টিএ