বিপিএলের আসন্ন আসরের জন্য দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করাও শুরু করেছে দলগুলো। যার মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো চট্টগ্রাম রয়েলসও।
দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে তারা। দেশের একটি গণমাধ্যমকে দলটির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্রিকেটার ছাড়াও একজন দেশি ব্যাটিং কোচ চূড়ান্ত করেছে চট্টগ্রাম। এ ছাড়া প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে চুক্তিবদ্ধ করতে চায় দলটি।
এদিকে রংপুর কোচিং স্টাফ চূড়ান্ত করে ফেলেছে। যেখানে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
এ ছাড়া রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচও এখনো চূড়ান্ত করেনি দলটি। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম।
এমআর/এসএন