তারেকের দলকে নিবন্ধন না দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।
রবিবার (৯ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তিনটি দলকে নিবন্ধন দিয়েছে। একটি এনসিপি, অন্য দুটি হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ আমজনগণ পার্টি।
আমজনগণ পার্টির প্রতিষ্ঠাতা রফিকুল আমিন ডেস্টিনির মাধ্যমে বহু মানুষকে প্রতারিত টাকা মেরে দিয়ে কী কী করেছেন, আমরা এগুলো জানি। তিনি এটার জন্য শাস্তি পেয়েছেন, জেলে ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে তিনি দল করতেই পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার দল বা কমিউনিস্ট পার্টি কেন নিবন্ধন পেয়েছে।
তিনি আরো বলেন, ‘তারেকের পার্টি নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলে আমি আসলে মনে করি না। বিদ্যমান নিয়মে এটা ফুলফিল করা তো সোজা না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাকি দুটি দল (এনসিপি ছাড়া) কি ফুলফিল করেছে? আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, করেনি। সব জায়গায় গিয়ে কী কী পাওয়া গেছে, আমরা রিপোর্ট পেয়েছি।
ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি ইসি কী মানদণ্ডের ভিত্তিতে ওই দুটি দলকে নিবন্ধন দিয়েছে, তা ব্যাখ্যা করতে হবে এবং তাদের ক্লিয়ারলি জানাতে হবে যে ওই দুটি দল তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। সাংবাদিকদের তথ্য দেওয়া হোক, তারা গিয়ে ভেরিফাই করুক যে সেটা আসলে হয়েছে কি না। ১০০টা উপজেলা/থানায় অফিস আছে কি না, ২২টা জেলায় অফিস আছে কি না, কমিটি আছে কি না, ২০ হাজার মানুষের সমর্থকের ডেটাবেইস দিয়েছে কি না।’
এমকে/এসএন