কয়েক মাস আগে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেতা বিজয় ভার্মার। তবে এই বিচ্ছেদের রেশ নয়, বরং চার-পাঁচ বছর আগে জীবন থেকে আরও কঠিন একটি পরিস্থিতি পেরিয়ে এসেছেন তিনি। সেই চরম দুঃসময়েই বন্ধু, পথপ্রদর্শক হিসেবে বিজয়ের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই কঠিন অধ্যায় নিয়ে অকপটে কথা বলেছেন বিজয় ভার্মা। তিনি জানান, ইরা খান না থাকলে হয়তো আজ তিনি এই দুনিয়াতেই থাকতেন না। অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে পরিবার ছেড়ে মুম্বাইয়ের ফ্ল্যাটে এসে একাকী বসবাস শুরু করেন বিজয়।
বাবার সমর্থন ছিল না তার সিদ্ধান্তে। বাবা চাইতেন তিনি পারিবারিক ব্যবসায় মন দিন, কিন্তু বিজয়ের স্বপ্ন ছিল অভিনেতা হওয়া। অভিনেতা জানান, করোনাকালের সেই কঠিন সময়ে মুম্বাইয়ে একা থাকতে গিয়ে একাকিত্ব তাকে গ্রাস করেছিল। পরিবারের সকলের কথা খুব মনে পড়ত। সেই সময় তার একমাত্র ভরসা ছিল ফ্ল্যাটের একচিলতে বারান্দা আর মাথার উপরের খোলা আকাশ।
বিজয় ভার্মা বলেন, ‘হয়তো ওইভাবে চলতে থাকলে আমি নিজেকে শেষ করে ফেলার মতো সিদ্ধান্তও নিয়ে নিতে পারতাম।’ এই কঠিন পরিস্থিতি একমাত্র বুঝতে পেরেছিলেন ইরা খান।
‘দাহাড়’ ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে তাদের বন্ধুত্ব তৈরি হয়। ইরা-ই প্রথম বিজয়কে সজাগ করে বলেন যে, তিনি মানসিক অবসাদে ভুগছেন। সঠিকভাবে নিজেকে চালনা না করতে পারলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে।
এরপর ইরা নিজেই বিজয়কে তার অনলাইন যোগব্যায়ামের ক্লাসে নিয়মিত অংশ নিতে শুরু করার পরামর্শ দেন। ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন বিজয়। জীবনের এই নতুন মোড় আনার ক্ষেত্রে ইরা খানের বিরাট এক ভূমিকা রয়েছে বলে মনে করেন অভিনেতা বিজয় ভার্মা।
এসএন