অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য: অর্থ উপদেষ্ট

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান লক্ষ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি সুসংগঠিত অর্থনৈতিক সংস্কার কাঠামো নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত সম্পন্ন হওয়া কাজগুলো মূল্যায়ন করবো। অবশ্যই আমরা সবকিছু শেষ করে যেতে পারব না। কর কাঠামো পুনর্গঠন, সরকারি কর্মচারীদের বেতন কমিশন পর্যালোচনা এবং ব্যাংকিং খাতকে শক্তিশালী করার মতো বড় সংস্কারগুলো চলমান থাকবে এবং পরবর্তী সরকার এগুলো এগিয়ে নিয়ে যাবে।’

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ, সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ কমিটির তিনটি পৃথক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার হাতে নিয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আসন্ন সাধারণ নির্বাচনের আগে অগ্রগতি মূল্যায়ন করছে।
তিনি বলেন, ‘নাগরিকদের কর পরিশোধে এখনও দুর্বলতা রয়েছে এবং বিভিন্ন কারণে রাজস্ব সংগ্রহেও প্রভাব পড়েছে। আমরা এসব সমস্যা সমাধানে কাজ করছি।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রত্যাশিত কিস্তি পাওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, আইএমএফ সামাজিক খাতে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির ওপর জোর দিয়েছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা যথেষ্ট ভালো অবস্থানে আছি।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইএমএফ তহবিল পাওয়া যাবে কি না-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই প্রাসঙ্গিক প্রতিবেদন জমা দিয়েছে এবং আগামী বছরের শুরুতে তাদের একটি পর্যালোচনা দল বাংলাদেশ সফর করবে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় আইএমএফ পুনরায় পর্যালোচনা করবে এবং তারপর কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে। এতে আমাদের কোনো আপত্তি নেই। টেকসই সংস্কারের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রয়োজন।

তিনি বলেন, আইএমএফ বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করছে এবং পরবর্তী কিস্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের পর গঠিত সরকার গ্রহণ করবে।
তিনি বলেন, ‘আইএমএফ স্বীকার করেছে যে, সরকার সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করছে। তাদের কিছু সুপারিশ রয়েছে, বিশেষ করে রাজস্ব আদায়ের বিষয়ে। আমরা একমত যে, কর রাজস্ব এখনো কম এবং এর জন্য কাঠামোগত কারণ রয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাম্প্রতিক কিছু নীতিগত প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, কোন বড় সিদ্ধান্ত সরকার সম্মিলিতভাবে নেবে। এটি বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বিষয় এবং উপদেষ্টা পরিষদে আলোচনা হবে।

২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত ৪.৭ বিলিয়ন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচির লক্ষ্য ছিল বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, রাজস্ব সংস্কার জোরদার করা এবং বৈশ্বিক চাপ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি। ইতোমধ্যে কয়েকটি কিস্তি ছাড় হয়েছে, তবে পরবর্তী কিস্তিগুলো নীতিগত অগ্রগতি ও কাঠামোগত সংস্কারের সঙ্গে সম্পৃক্ত।

গত ২৩ জুন আইএমএফ চতুর্থ ও পঞ্চম কিস্তি হিসেবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় অনুমোদন করে, যার ফলে মোট ছাড় করা অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নায়িকাদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন গোবিন্দ: সুনীতা আহুজা Nov 10, 2025
img
আজ দেশে আসছেন হামজা চৌধুরী, কাল শমিত সোম Nov 10, 2025
img
ব্যালন ডি’অর নয়, খেলাই আলভারেজের আনন্দ Nov 10, 2025
img
এবার জনগণ ইনসাফের পক্ষে রায় দেবে, ন্যায়ের পক্ষে রায় দেবে : রেজাউল করিম Nov 10, 2025
img
নেলসনে ৩৯ বলের খেলা শেষে সিরিজে এগিয়ে থাকল নিউজিল্যান্ড Nov 10, 2025
img
রাজধানীর বাড্ডায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার Nov 10, 2025
img
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: ড. এম সাখাওয়াত হোসেন Nov 10, 2025
আল্লাহর ভালোবাসা পেলে যে পুরস্কার পাবেন Nov 10, 2025
img
সারা দেশে রাতে তাপমাত্রা কমবে ২ ডিগ্রি Nov 10, 2025
img
কালকিনিতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Nov 10, 2025
img
লতিফ সিদ্দিকীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই Nov 10, 2025
img
যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির বিরুদ্ধে আরও ৭ পরিবারের মামলা Nov 10, 2025
img
জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ : প্রেসসচিব Nov 10, 2025
img
ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে নিষিদ্ধ হল ধূমপান Nov 10, 2025
img
আইপিএলে হাশিম আমলার দুঃস্বপ্ন, কে সেই বোলার? Nov 10, 2025
img
মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন, সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি! Nov 10, 2025
img
নিষিদ্ধ রাজনৈতিক দল বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ : প্রেস সচিব Nov 10, 2025
img
ক্রিকেটারদের আমন্ত্রণে অনীহার কারণ, মুখ খুললেন করন জোহর Nov 10, 2025
img
বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে অস্ট্রেলিয়ান ফুটবলার দলে নিল ভারত Nov 10, 2025
img
আসামে বহুবিবাহ নিষিদ্ধের নতুন আইন নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক Nov 10, 2025