ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং সম্প্রতি তার শিষ্য ও আগ্রাসী ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে এক মজার রহস্য ফাঁস করেছেন। মাত্র ২৫ বছর বয়সী এই ব্যাটার শনিবার ইতিহাস গড়ে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (বল খরচের বিচারে) ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বায় অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টিতে মাত্র ৫২৮ বলে চার অঙ্কের এই মাইলফলকে পৌঁছান তিনি। পাঁচ ম্যাচের সিরিজে ১৬৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও সিরিজ শেষ করেন অভিষেক।
অভিষেকের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানের পেছনে আছেন তার মেন্টর যুবরাজ সিং। শুরুর দিনগুলোতে অভিষেক তার কাছেই প্রশিক্ষণ নিতেন এবং যুবরাজকে প্রায়ই মাঠের পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিতে দেখা গেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে সেই যুবরাজই শিষ্যকে নিয়ে হাস্যকর এক তথ্য ফাঁস করেছেন। বেশিরভাগ জিনিসেই অভিষেক উদার হলেও নিজের ব্যাটের ব্যাপারে তিনি অত্যন্ত সুরক্ষিত।
একাধিক ব্যাট থাকা সত্ত্বেও তিনি কাউকে তার ব্যাট ছুঁতেও দেন না।
অনুষ্ঠানে হাসতে হাসতে যুবরাজ বলেন, ‘অভিষেক শর্মার কাছ থেকে তুমি সব কিছু নিতে পারবে, কিন্তু তার ব্যাট কেউ নিতে পারবে না। সে মার খাবে, কেঁদে ফেলবে, কিন্তু ব্যাট দেবে না।’ একই অনুষ্টানে অভিষেকও উপস্থিত ছিলেন।
তিনি আরো যোগ করেন, “তার কাছে ১০টা ব্যাট থাকলেও বলবে, ‘দুইটা আছে।’ আমার কাছ থেকে যে কত ব্যাট নিয়ে গেছে, তার হিসাব নেই… কিন্তু নিজেরটা কখনোই দেয় না।”
এদিকে অস্ট্রেলিয়া সিরিজে ব্রিসবেনে বৃষ্টিতে ভেসে যাওয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচেও ইতিহাস গড়েছেন অভিষেক শর্মা ও শুভমান গিল। মাত্র ৪.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেলেও এই সময়টায় ধ্বংসাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার, ৫২ রান যোগ করেন তারা।
সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জুটিবদ্ধ হয়ে সর্বোচ্চ ১৮৮ রান করার নতুন রেকর্ড গড়েন গিল-অভিষেক।
এর মাধ্যমে তারা দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও ত্রিস্টান স্টাবসের ২০২৫ সালে গড়া ১৮৭ রানের রেকর্ড ভেঙে দেন।
টিজে/টিকে