নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চলমান টি-টোয়েন্টি সিরিজের গত দুটি ম্যাচ উপহার দিয়েছে টানটান উত্তেজনা। ক্যারিবিয়ানরা ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের চোখে চোখ রেখে খেলেছে। যদিও তাদের লড়াই বৃথা গেছে। আরেকটি তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে দুই দল সোমবার মুখোমুখি হয়েছিল নেলসনে। কিন্তু বৃষ্টি এবার বাগড়া দিয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৯ বলের।
আগামী বৃহস্পতিবার হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। জয় দিয়ে এই সিরিজ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ জিততে চাইবে। তাহলেই ২-২ এ ড্র হবে সিরিজটি। আপাতত ২-১ এ এগিয়ে আছে নিউজিল্যান্ড।
বিকেলে শুরু হওয়া ম্যাচে বৃষ্টি যে বাধা দেবে, সেটা আগে থেকে জানা ছিল। সময়মতো হয়েছে টস। খেলা শুরুও হয়েছে যথাসময়ে। প্রথমবার বৃষ্টি নামে পঞ্চম ওভারে। তারপর আরেকবার ৯ বল পর। আর খেলা ফেরেনি মাঠে।
এই অল্প সময়ে কাইল জেমিসন ও জ্যাকব ডাফি সুইং ও সিম দিয়ে আলিক আথানেজ ও আমির জাঙ্গুর পরীক্ষা নেন। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ও পঞ্চম ওভারের মাঝে দুটি চার ও দুটি ছয় মারে।
ষষ্ঠ ওভারে জেমস নিশাম মাঠছাড়া করেন আথানেজকে। জাঙ্গুর বাউন্ডারির পর পাওয়ার প্লে শেষে ৩৫ রান যোগ হয় ক্যারিবিয়ানদের স্কোরবোর্ডে। আর তিন বল শেষ হতেই ফের বৃষ্টি নামে, পরে আর খেলা হয়নি।
৬.৩ ওভারে ১ উইকেটে ৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
এবি/টিকে