গত জুনে কলম্বো টেস্টের পর টেস্টের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এর আগে হঠাৎ করে ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছিল বিসিবি। টেস্টের অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জানিয়েছিলেন, দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর আর কোনো টেস্ট না থাকায় এতোদিন টেস্ট অধিনায়কের পদ খালিই ছিল। কিন্তু
আগামীকাল (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতি স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। জুনে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ফিরে পেয়েছেন মাঝে দল কোনো টেস্ট খেলার আগেই। দ্বিতীয় দফায় দলের অধিনায়কত্ব কাঁধে নেয়ার বিষয়টি খোলাসা করেছেন শান্ত।
সোমবার (১০ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত শান্ত অধিনায়কত্ব ছাড়ার কারণ সম্পর্কে বলেন, '৩ ফরম্যাটে আলাদা ক্যাপ্টেন থাকায় আমি সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় আমি ক্লিয়ার এবং কনভিন্সড। আশা করবো কোন সমস্যা হবে না। হলে বোর্ড আমার পাশে থাকবে। বাকি ২ ক্যাপ্টনের সঙ্গে আলোচনা হয়েছে। এই কমিউনিকেশনের কারণেই আমার মনে হয়েছে এখন সব ওকে।'
অধিনায়কত্ব ছাড়লেও মাঝের সময়টায় নাকি ভালোই ছিলেন শান্ত। ফের টেস্টের অধিনায়কত্ব নিতে রাজি হওয়ার ব্যাপারে বলেন, 'অধিনায়ক ছিলাম না মাঝে অনেকদিন। ভালো ছিলাম...এখন যেভাবে কমিউনিকেশন করেছে সেটা আমার ভালো লেগেছে। আমার চেয়ে দল বড়, অনেক এক্স ক্রিকেটাররা বোর্ডে আছেন, তাদের কথাবার্তা আমার ভালো লেগেছে তাই ফিরে এসেছি।'
আয়ারল্যান্ড সিরিজের দুই টেস্টেই খেললে ১৯ নভেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন 'মিস্টার ডিপেন্ডেবল' খ্যাত মুশফিক। তার এই কীর্তি পুরো দল মিলেই উদযাপন করতে চান শান্ত।
তিনি বলেন, 'মুশফিক ভাইকে নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে অনেক কাজে লাগবে। আমরা দুইটা টেস্টই সেলিব্রেট করতে চাই।'
এবি/টিকে