কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দিয়েও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দশম গ্রেডে পদায়ন, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ১৬তম বর্ষপূর্তিতে উচ্চতর গ্রেডের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা। তারা বলছেন, ফল নিয়েই ক্লাসে ফিরবেন শিক্ষকরা।
শিক্ষকদের অভিযোগ, ১৫-২০ বছর যাবত চাকরি করার পরও তাদের গ্রেড একই থেকে যাচ্ছে, হচ্ছে না পদোন্নতি। পেশাগত দিক থেকে অনেকটাই শ্রমিকের মতো জীবনযাপন করতে হচ্ছে তাদের। তবে দাবি আদায় হলে প্রয়োজনে শুক্র-শনিবার ক্লাস করে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি পুষিয়ে দিতে চান তারা। আজ বিকেলে প্রশাসনের সাথে পুনরায় বৈঠকের পর দাবি আদায়ের অগ্রগতি জেনেই রাজপথ ছাড়তে চান তারা।
এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র নেতারা। গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তারা কর্মবিরতি ‘আপাতত স্থগিত’ রাখার কথা জানান।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তর থেকেও একই তথ্য জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়। তবে মধ্যরাতে শিক্ষকদের তোপের মুখে সিদ্ধান্ত বদল করেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা।
এমআর/টিকে