বেশ ঘটা করেই মহরত হয়েছিল শাবনূর অভিনীত ‘রঙ্গনা’র। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশির ভাগ শুটিংও হয়েছে। তবে বাকি শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়া চলে যান অভিনেত্রী। কথা ছিল, অস্ট্রেলিয়া থেকে ফিরে শুটিং করবেন।
কিন্তু সহসা তিনি ফিরতে পারছেন না। তাই প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ শুটিং হওয়া অংশটুকু পর্ব করে করে মুক্তি দিচ্ছে ইউটিউবে।
এর মধ্যে ২০ মিনিটের একটি পর্ব প্রকাশ হয়েছে। আরাফাত হোসেন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা।
তিনি বলেন, ‘শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারব না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়াতে লুকও মিলবে না।
ভাবলাম দর্শকের বঞ্চিত করে লাভ কী! যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক।’
আইকে/টিএ