অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করারই খেরাসত যেন দিতে হচ্ছে পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝকে। পার্থে কনসার্টের আগেও ফের তিনি খালিস্তানিদের হুমকি পেয়েছেন।
পরপর হুমকির পরেও অবশ্য নিজের অবস্থানে অনড় দিলজিৎ। অনুষ্ঠানের মঞ্চ থেকে অনুরাগীদের বারবার ভালোবাসা এবং মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন দিলজিৎ।
তিনি বলেন, সবসময় ভালোবাসার কথা বলুন। পৃথিবী একটাই। সেই পৃথিবীতে দাঁড়িয়ে আমার পক্ষ থেকে সবার জন্য রইল শুধুই ভালোবাসা। যদি কেউ আমাকে হিংসা করে, কিংবা আমার সমালোচনা করে তবু তার জন্য শুধুই ভালোবাসা রইল।
আমি সবসময় ভালোবাসার বার্তাই দেব।
এর আগেও অকল্যান্ডে শো চলাকালীন তাকে লক্ষ্য করে হুমকি স্লোগান দেওয়া হয়।
কিন্তু কেন অমিতাভের পায়ে হাত দিয়ে দিলজিতের প্রণাম নিয়ে আপত্তি সন্ত্রাসবাদী গোষ্ঠীর?
তাদের দাবি, অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করেছেন গায়ক-অভিনেতা। এ প্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ।
যেসময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস। আর রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়! একসময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভের। তবে সেসময়ে ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন বিগ বি।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই অমিতাভ বচ্চনের পা ছুঁয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। গত ৩১ অক্টোবর সেই পর্ব দেখানো হবে।
অবশ্য তার আগে ওই পর্বের প্রমো ভাইরাল হয়। যেখানে বলিউড শাহেনশার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় দিলজিৎকে। প্রমো দেখামাত্রই উত্তেজনার পারদ চড়তে থাকে। সেই অতীত প্রসঙ্গ টেনেই দিলজিৎকে বারবার সতর্ক করেছে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী।
টিজে/টিকে