গোপনে ক্যাম্প ন্যুতে ফিরলেন মেসি, চমকে উঠলো বার্সা সমর্থকরা

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো। যেন শেষ হইয়াও যেন হইলো না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা এরই মধ্যে আরও দুটি ক্লাবে খেলেছেন। প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে থিতু হয়েছেন আমেরিকান ইন্টার মায়ামিতে। তবুও এখনো যেন মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে থাকে বার্সা সমর্থকরা।

বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোনে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়। হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়।

কদিন আগে বার্সেলোর ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের সংস্কার কাজ মোটামুটি শেষ হয়েছে। ২০২১ সালে বার্সা ছাড়ার পর আর ওই স্টেডিয়ামে আর পা পড়েনি মেসির। এরই মধ্যে ক্যাম্প ন্যু সেজেছে নতুন রূপে। ম্যাচ আয়োজনের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্প্রতি গোপনে ক্যাম্প ন্যু ঘুরে গিয়েছেন ইন্টার মায়ামি তারকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন, যা নতুন করে উচ্ছ্বসিত করেছে কাতালান সমর্থকদেরও।

মেসি লিখেছেন, ‘গত রাতে এমন এক জায়গায় ফিরেছিলাম, যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম, সেখানে থাকার সময় আপনারা আমাকে ভাবতে শিখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি। আশা করি, একদিন এখানে ফিরতে পারবো। শুধু বিদায় জানাতে নয়, যেভাবে বিদায় জানাতে পারিনি...।’ বার্তার সঙ্গে দিয়েছেন নতুন করে সাজানো স্টেডিয়ামের ভেতর-বাহিরের কিছু ছবি ও ভিডিও।



প্রসঙ্গত, ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছিলেন মেসি। চোখ ভেজানো সেই বিদায়ের পর যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে। নেইমার ও এমবাপের সঙ্গে বেশ কিছু শিরোপা জিতলেও পরিবার নিয়ে ফ্রান্সে মানিয়ে নিতে পারেননি তিনি। অবশেষে ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরও থেমে নেই মেসির সাফল্যের ধারা। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। এ নিয়ে তাঁর ঝুলিতে এখন ৪৬টি বড় শিরোপা—ফুটবল ইতিহাসে সর্বাধিক। এ ছাড়া অষ্টম ব্যালন ডি’অর জিতে আরও একবার ইতিহাস গড়েছেন তিনি।

তবু ক্যাম্প ন্যু নিয়ে তার টান এখনো অটুট। স্টেডিয়াম সংস্কারের কাজ দেখতে গিয়ে স্মৃতিমাখা ঘাসে হেঁটে বেড়ানো মেসিকে দেখে ভেসে গেছে কাতালান সমর্থকদের মন। গুঞ্জন উঠেছে, হয়তো একদিন প্রশাসনিক বা অন্য কোনো ভূমিকায় ফিরবেন ক্লাবটিতে। ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস অবশ্য আরও আশাবাদী। তিনি বলেছেন, ‘মেসি যেভাবে নিজের ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী বছরগুলোতে তাকে সেই সুযোগ করে দেব। ইন্টার মায়ামি বার্সেলোনায় কোনো না কোনোভাবে একটি ম্যাচ আয়োজন করবে।’

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও জানিয়েছেন, ক্যাম্প ন্যুর সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে মেসির জন্য থাকবে বিশেষ সম্মাননা ম্যাচ। তার ভাষায়, ‘আমরা চাই, বার্সেলোনায় মেসিকে তার প্রাপ্য শ্রদ্ধা জানানো হোক।’ তবে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির আর বার্সার জার্সি গায়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি, যা তাকে নিয়ে যাবে ৪০ বছর বয়সের ওপারে। 

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা Nov 10, 2025
img
একটি সিটের বিনিময়ে স্বপ্ন ও পতাকা বিক্রি করবেন না : নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 10, 2025
img
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন Nov 10, 2025
img
সুখবর পাওয়ার পর প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার Nov 10, 2025
img
‘ভ্যান’ সিনেমায় জুটি বাঁধছেন সিদ্ধার্থ-তামান্না Nov 10, 2025
img
দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি Nov 10, 2025
img
কীর্তি সুরেশের ‘রিভলভার রীতা’ মুক্তি পাচ্ছে ২৮ নভেম্বর Nov 10, 2025
img
আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার দোকান লক্ষ্য করে হামলা Nov 10, 2025
img

আসামি সাবেক দুই এমডিসহ ৮

অগ্রণী ব্যাংকের সাড়ে ২২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিনটি মামলা Nov 10, 2025
img
বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘ অনুপস্থিতি, ইসির অফিস সহায়ক চাকরিচ্যুত Nov 10, 2025
img
আবরার ফাহাদকে নিয়ে প্রিন্স মাহমুদের গান Nov 10, 2025
img
আ. লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে ছাড়া আমি নির্বাচন করতে যাব না : কাদের সিদ্দিকী Nov 10, 2025
img
কেন আরশ খানের সঙ্গে নাটক করা বন্ধ করেছেন তাসনুভা তিশা! Nov 10, 2025
img
শেষ সফল জুটি আমরাই, দর্শকের কাছে ক্রেজ আলাদা : বাপ্পী চৌধুরী Nov 10, 2025
img
দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জামায়াত: মির্জা ফখরুল Nov 10, 2025
img

২০২৫-২৬ শিক্ষাবর্ষ

সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি Nov 10, 2025
রিকশাচালকের দৈনিক আয় ১ হাজার টাকা, শিক্ষকের মাসিক বেতন মাত্র সতেরো হাজার! Nov 10, 2025
img
প্রথমবারের মতো বাপ্পা মজুমদারের সঙ্গে মঞ্চে গাইলেন মেহজাবীন মেহা Nov 10, 2025
img
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, যানবাহনে আগুন Nov 10, 2025
img
নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: মির্জা ফখরুল Nov 10, 2025