চ্যাটজিপিটি হলো ওপেনএআইয়ের এক যুগান্তকারী আবিষ্কার। এটি আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। গণিতের সমস্যা সমাধান, কবিতা লেখা, রেসিপি বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টে সহায়তা- সব ক্ষেত্রে এটি এখন আমাদের সহযোগী।
এবার ওপেনএআই যুক্ত করছে চ্যাটজিপিটিতে নতুন ফিচার “পালস”, যা এটিকে আরও স্মার্ট করে তুলবে। পালস নিজে থেকেই ব্যবহারকারীর জন্য পরামর্শ দেবে, ঠিক যেমন একজন ব্যক্তিগত সহকারী সারারাত কাজ করে।
কীভাবে কাজ করবে পালস?
এটি ব্যবহারকারীর সাম্প্রতিক চ্যাট, পছন্দের বিষয় এবং অন্যান্য ডাটা বিশ্লেষণ করবে।
প্রতিদিন সকালে পালস তৈরি করে দেবে বিশেষভাবে আপনার জন্য কাস্টম তথ্যের প্যাকেজ।
উদাহরণ: আপনি “ডায়েট” লিখলে, পালস আপনার ডাটা বিশ্লেষণ করে আপনাকে একটি ব্যক্তিগতকৃত ডায়েট চার্ট তৈরি করবে। কোনো স্থানের নাম দিলে, সেখানকার হোটেল, দর্শনীয় স্থান ও খাবারের বিস্তারিত জানাবে।
কেউ কি এই ফিচার ব্যবহার করতে পারবে?
আপাতত শুধু প্রো ব্যবহারকারীরাই পালস ব্যবহার করতে পারবেন।
তবে শিগগিরই প্লাস ব্যবহারকারীর জন্যও এটি চালু হবে।
এ পর্যন্ত চ্যাটজিপিটি ছিল একটি ‘রিঅ্যাক্টিভ’ টুল, অর্থাৎ প্রশ্ন করলে তবেই উত্তর দিত। পালস-এর মাধ্যমে এটি ‘প্রোঅ্যাক্টিভ’ হয়ে উঠছে—নিজে থেকেই ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পরামর্শ দেবে।
টিএম/এসএম