রাজশাহীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ইদ্রিস আলী (৬০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচ যাত্রী। আহতদের মধ্যে এক শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চন্দ্রিমা এলাকার বারো রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। এমন সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে যাত্রীরা ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক ইদ্রিস আলী মারা যান বলে হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে সাত বছরের এক শিশু ও ৩৫ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। তারা দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করেন এবং বাসচালককে গ্রেফতার ও এলাকায় স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। প্রায় এক ঘণ্টা ধরে রাজশাহী-নওগাঁ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।’
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু কর্তৃপক্ষ এখনও কোনো কার্যকরট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়নি।