গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে (পুলিশ সদরদপ্তরে প্রত্যাহৃত) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তরিত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে। বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা নাজমুল করিম খান। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নাজমুল করিম খান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসপি) হিসেবে ফরেনসিক বিভাগে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তৎকালীন সরকার।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুথানে আওয়ামী সরকার পদত্যাগের পর ফের চাকরি ফিরে পান এবং পদোন্নতি পেয়ে জিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পান তিনি। তবে গত ১ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে নেয়া হয়।
এসএস/এসএন