ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার পাকিস্তানের সামনে আরও দুইটি সিরিজ অপেক্ষা করছে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। এই দুই সিরিজের জন্যই দল ঘোষণা করেছে পিসিবি।
সম্প্রতি পাকিস্তান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে। যেখানে টেস্ট সিরিজ ড্র করলেও প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি পিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ নভেম্বর থেকে। পরের দুই ম্যাচ ১৩ ও ১৫ নভেম্বর। আর ১৭ নভেম্বর শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে।
পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আযুব এবং সালমান আলী আঘা।
পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড
সালমান আলী আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরফ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফরহান (উইকেটকিপার), সাইম আযুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার) এবং উসমান তারিক।
এসএস/এসএন