জুলাই আন্দোলনে সিরাজগঞ্জ শহরে বিএনপির তিন নেতাকর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া তিন মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। মামলাগুলোতে মোট ৫৪৯ জনকে আসামি করা হয়।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তারা। এর আগে গত বুধবার (৫ নভেম্বর) মামলাগুলোর চার্জশিট আদালতে দাখিল করা হয়।
প্রত্যেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ হলেন সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি ড. জান্নাত আরা হেনরী, একই আসনের সাবেক এমপি ড. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার অপু, সিরাজগঞ্জ জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।
সরকার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাছুমপুর দক্ষিণপাড়ার সোহানুর রহমান খান রঞ্জু, জেলা ছাত্রদলের সদস্য ও গয়লা গ্রামের সুমন এবং বিএনপি কর্মী ও গয়লা গ্রামের আব্দুল লতিফ নিহত হন।
ওই ঘটনায় ২২ আগস্ট নিহত রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে ১৫০ জন, নিহত সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জন এবং আব্দুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।
প্রতিটি মামলায় ১০০ থেকে ১৫০ জন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়।
রঞ্জু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই প্রনয় কুমার প্রামানিক বলেন, এ মামলায় বাদী ১৫০ জনকে এজাহারভুক্ত আসামি করেছিল। তদন্ত শেষে ৫ নভেম্বর ১৯৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদের চার্জশিটভুক্ত করা হয়েছে।
এ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। চার্জশিট দাখিলের আগে সদর থানার এসআই হোসাইন আলী ও এসআই মনিরুল ইসলাম মামলার তদন্ত করেছেন।
আদালতে ছাত্রদল নেতা সুমন ও বিএনপিকর্মী আব্দুল লতিফ হত্যা মামলার চার্জশিট দাখিল করেছেন সদর থানার এসআই শরিফুল ইসলাম। তিনি বলেন, সুমন হত্যা মামলায় বাদী ১৫৪ জনকে এজাহারভুক্ত আসামি করেছিলেন। তদন্ত শেষে ৫ নভেম্বর ১৭৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।
তদন্ত চলাকালে ২২ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদের চার্জশিটভুক্ত করা হয়েছে। চার্জশিট দেওয়ার আগে সদর থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই শাহিন মিয়া এ মামলার তদন্ত করেছেন।
এসআই শরিফুল ইসলাম আরো বলেন, আব্দুল লতিফ হত্যা মামলায় বাদী ১৫৯ জনকে এজাহারভুক্ত আসামি করেছিল। তদন্ত শেষে ৫ নভেম্বর ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্ত চলাকালে ১৯ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাদের চার্জশিটভুক্ত করা হয়েছে। চার্জশিট দেওয়ার আগে সদর থানার এসআই শাহিন মাহমুদ এ মামলার তদন্ত করেছেন। দুইটি মামলার চার্জশিটেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে বলে জানান এই এসআই।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ওসি রওশন ইয়াজদানী বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা জুলাই আন্দোলনের তিনটি চার্জশিট দাখিল করার পর ক্রটি-বিচ্যুতি যাচাই-বাচাই করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চার্জশিটগুলো আদালতে উপস্থাপন করা হবে।
টিএম/এসএন