ক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন অনলাইনে হওয়া হয়রানির বিরুদ্ধে দৃঢ় কিন্তু মানবিক অবস্থান নিয়েছেন। সম্প্রতি নিজের বিকৃত ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনি সাইবার ক্রাইম বিভাগে মামলা দায়ের করেছেন।
অভিনেত্রী জানান, কয়েকটি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করে তাঁর, তাঁর পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছিল। বিষয়টি সামনে আসতেই কেরালা সাইবার ক্রাইম পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্তকে শনাক্ত করে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তামিলনাড়ুর এক ২০ বছর বয়সী তরুণী।
তবে অনুপমা তাঁর পরিপক্বতার প্রমাণ দিয়ে অভিযুক্ত তরুণীর নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমি চাই না কারও ভবিষ্যৎ নষ্ট হোক বা মানসিক শান্তি হারিয়ে ফেলুক।”
নিজের ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লেখেন, “মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমের সুযোগ মানে এই নয় যে, কেউ কাউকে হয়রানি, অপমান বা ঘৃণা ছড়াতে পারে। প্রতিটি অনলাইন কর্মকাণ্ডের একটি চিহ্ন থেকে যায়, আর তার জন্য জবাবদিহিও করতে হয়।”
অনুপমার এই মানবিক অথচ দৃঢ় পদক্ষেপকে অনেকে প্রশংসা করেছেন। চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভক্ত—সকলেই তাঁর এই সচেতনতার বার্তাকে উদাহরণ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, আইনি পথে থেকে সহানুভূতি বজায় রেখে তিনি দেখিয়েছেন কিভাবে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে লড়াই করা যায়।
ইউটি/টিএ