৪ মাস পর আবারো টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল থেকে মাঠে গড়াবে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ৯৯তম ম্যাচ হতে যাচ্ছে এটি।
মুশফিকের ৯৯তম ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুশফিক ভাই ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়।
কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপেরিয়েন্সকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই। তাই উনার (মুশফিকের) এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক হেল্প করে। শান্ত আরও জানান, ক্রাঞ্চ মোমেন্টের প্রেসারগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়, তা আলোচনা করতে গিয়ে মুশফিকের অভিজ্ঞতাটার প্রসঙ্গ চলে আসে।’
'স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করবো এবং এবং পুরোদিনটা, পাঁচটাদিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাআল্লাহ, উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশ (সম্ভাব্য)-
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুৃল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা, হাসান মুরাদ।
আইকে/টিএ