সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরই মধ্যে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। এই ম্যাচে দুই দলের তিন ক্রিকেটার এবং একজন আম্পায়ারের অভিষেক হয়েছে।
বাংলাদেশ দলে প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরেই পারফর্ম করছিলেন। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন হাসান। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। টেস্টে মুরাদের আজ অভিষেক হলেও, টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছে তার।
এদিকে আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার জর্ডান নেইল এবং কেড কারমাইকেলের অভিষেক হয়েছে। বোলিং অলরাউন্ডার জর্ডান নেইলের এটিই প্রথম শ্রেণির অভিষেকও।
সিলেট টেস্টে শুধু খেলোয়াড়দেরই অভিষেক হয়নি, হয়েছে আম্পায়ারেরও। ফিল্ড আম্পায়ার স্যাম নগাস্কি টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে আজ। তার অভিষেকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে অভিনন্দন জানিয়েছে।
ইএ/টিকে