বার্সেলোনা চিকিৎসকের পদক্ষেপেই বাঁচালো লামিনে ইয়ামালের ক্যারিয়ার!

চোটের কারণে অনেক ফুটবলারের ক্যারিয়ার শুরু না হতেই অকাল মৃত্যু ঘটে। অনেক তরুণ প্রতিভাই চোট নামক অভিশাপের শিকার হয়ে হতাশা বাড়িয়েছেন। এই তালিকায় হয়তো যোগ হতে পারত বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে ইয়ামালের নামও। তবে যথাসময়ে কাতালান ক্লাবটির চিকিৎসকের পদক্ষেপই নাকি বড় ঝুঁকি থেকে বাঁচিয়ে দিয়েছে ইয়ামালকে।

সবশেষ কয়েকটি ম্যাচেই ছন্দে ফেরার আভাস দিয়েছেন ইয়ামাল। ‘পিউবালজিয়া’ চোট থেকে ধীরে ধীরে সেরে উঠে মাঠে আলো ছড়াতে শুরু করেছেন ১৮ বছর বয়সি স্প্যানিশ ফুটবলার। চলতি মৌসুমের শুরু থেকে এই চোট তাঁর পারফরম্যান্সকে বেশ প্রভাবিত করেছে।

‘স্পোর্টস হার্নিয়া’ জনিত সমস্যার কারণে ইয়ামাল এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ মিস করেছেন। এছাড়া বেশ কয়েকটি খেলায় তাকে আগের মতো স্বচ্ছন্দ দেখায়নি। ক্রীড়াজগতে এই চোট  খেলোয়াড়দের মুভমেন্ট, দ্রুত দৌড়ানো কিংবা গোল করতে শট নেওয়ার সময় তীব্র ব্যথা সৃষ্টি করে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং অ্যাথলেটিক বিলবাওয়ের উইলিয়ামসও একই সমস্যায় ভুগছেন।



গত মাসে খবর বেরিয়েছিল যে ইয়ামাল ক্লাবের বাইরে গিয়ে অস্ত্রোপচারের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞের মতামত নিয়েছিলেন। এবার স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দিপোর্তিভোও জানিয়েছে, বার্সার পক্ষ থেকেও একই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার চিকিৎসক রিকার্ড প্রুনা সম্প্রতি বেলজিয়ান বিশেষজ্ঞ আর্নেস্ট শিল্ডার্সের সঙ্গে আলোচনা করেছেন। তিনি এখন পর্যন্ত ইয়ামালের চোটের ধরনের মতো ৩ হাজারেরও বেশি ভুক্তভুগিদের নিয়ে কাজ করেছেন।

বেলিজিয়ান চিকিৎসকদের কথায় স্বত্বি পাওয়ার কথা বার্সেলোনার সমর্থকদের। ইয়ামালের বর্তমান পুর্নবাসন প্রক্রিয়া ফিজিওথেরাপি, সংশ্লিষ্ট স্থানের পেশি শক্তিশালী করার নির্দিষ্ট অনুশীলন এবং শারীরিক চাপ সীমিত রাখা সব মিলিয়ে সঠিক পথেই চলছে।

ইয়ামালের চোট থেকে সেরা ওঠায় বড় অবদান বার্সেলোনার চিকিৎসকদেরই। শুরুতেই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির চিকিৎসকরা ১০ নম্বর জার্সিধারীর সমস্যাটি শনাক্ত করতে পেরেছিল বলেই এটি দীর্ঘমেয়াদি বা ক্রনিক আকার ধারণের ঝুঁকি অনেকটা কমে গেছে।

অবশ্য বার্সার কোচিং ও মেডিক্যাল টিমকে এখনো সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে ইয়ামালকে চিকিৎসকের দেওয়া নির্দিষ্ট কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে এই আপদ একেবারে সম্পূর্ণভাবে সমাধান হয়। ইয়ামাল এখন আছেন স্পেন জাতীয় দলের সঙ্গে। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে ম্যাচের পর ১৯ নভেম্বর তুরস্কের মুখোমুখি হবে ইয়ামালরা।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শচীন দেববর্মনের সুর নিয়ে শ্রীকান্ত আচার্যের আবেগঘন স্মৃতিচারণ Nov 11, 2025
img
ভোজ্যতেল সরবরাহে ডিও ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা Nov 11, 2025
img
দেশে ফের সোনার দামে বড় লাফ Nov 11, 2025
img
দীর্ঘ বিরতির পর ক্রিসমাসে প্রিয়াঙ্কা ফিরছেন গায়িকা হিসেবে Nov 11, 2025
img
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩১ দশমিক ১০ বিলিয়ন : কেন্দ্রীয় ব্যাংক Nov 11, 2025
img
রাকসুর সম্মাননা স্মারক পেলেন সাবেক ভিপি রিজভী Nov 11, 2025
img
২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্য নিয়েছে বিএনসিসি Nov 11, 2025
img
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ, বার্সেলোনার উপর ক্ষোভে ফুঁসছে স্পেন Nov 11, 2025
img
‘ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী’ Nov 11, 2025
img
আবারও ঢাকায় আসছেন অনুভ জৈন Nov 11, 2025
img
বদলি করা হয়েছে ইসির ১২ কর্মকর্তাকে Nov 11, 2025
img
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার Nov 11, 2025
img
বার্সেলোনার বিরুদ্ধে সাবেক ৩ তারকার মামলা Nov 11, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ চান ৮ দলের নেতারা Nov 11, 2025
img
ঘরের সুড়ঙ্গে লুকিয়েও শেষ রক্ষা হলোনা যুবলীগ নেতার Nov 11, 2025
img
ভারতের বিপক্ষে জয় দিয়ে বছরটা শেষ করতে চাই: রাকিব Nov 11, 2025
img
ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা মারা গেছেন Nov 11, 2025
img
ফেসবুকে ‘১৩ তারিখ ঢাকা যাওয়ার’ পোস্ট, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আটক Nov 11, 2025
img
৭ নভেম্বরের মূল নায়ক জিয়াউর রহমান: রিজভী Nov 11, 2025
img
নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আসছে : ফয়েজ আহমদ Nov 11, 2025