সিলেট টেস্টের প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ দুই সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দিনের শেষ বলে জর্ডান নেইলকে আউট করেন তাইজুল ইসলাম। এতে প্রথম দিন শেষ ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে আইরিশরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই উইকেট হারায় আয়ারল্যান্ড। খালি হাতে অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে সাজঘরে পাঠান পেসার হাসান মাহমুদ।এরপর একের পর এক মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। অন্যদিকে রানের গতি বাড়ান দুই আইরিশ ব্যাটার পল স্টার্লিং ও কারমাইকেল। ফিফটি তুলে নেন স্টার্লিং।
১ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় সেশনে ফিরেই ম্যাচ নিয়ন্ত্রনে নেয় বাংলাদেশ। দুইবার জীবন পাওয়া স্টার্লিংকে আউট করেন পেসার নাহিদ রানা। ৬০ রান করে ফিরে যান এই আইরিশ ওপেনার।
এরপর ক্রিজে এসেই আউট হন হ্যারি টেক্টর। মাত্র ১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। টেক্টরের বিদায়ের পর ক্রিজে আসা কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন কারমাইকেল। তবে দলীয় ১৫০ রানে ১২৯ বলে ৫৯ রান করে আউট হন কারমাইকেল। এরপর ক্রিজে আসা লোরকান টাকারকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ক্যাম্ফার। ৫৩ রানের জুটি গড়েন তারা।
দলীয় ২০৩ রানে ক্যাম্ফারকে আউট করে জুটি ভাঙেন হাসান মুরাদ। এতে প্রথম টেস্ট উইকেটের দেখা পান অভিষিক্ত এই টাইগার স্পিনার। এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।
তবে শেষ দিকে প্রতিরোধ গড়েন জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্টি। ৪৮ রানের জুটি গড়েন তারা। দিনের শেষ হলে আউট হন নেইল। ৬০ বলে ৩০ রান করেন তিনি। ম্যাকার্টি ২১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩টি ও হাসান মুরাদ নিয়েছেন ২টি উইকেট।
এসএস/এসএন