চট্টগ্রামে চলন্ত ট্রেন থেকে পড়ে ইকবাল হোসেন নামের পূর্বাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।
আহত ইকবাল হোসেন পূর্বাঞ্চলের কুমিল্লার লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত রয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, রেলওয়ে কর্মকর্তা ইকবাল হোসেন ওই ট্রেনে করে কক্সবাজার যাচ্ছিলেন। তিনি ট্রেনের গার্ড বা পরিচালকদের জন্য নির্ধারিত সবচেয়ে পেছনের ‘গার্ড-ব্রেক’ বগিতে অবস্থান করছিলেন। ট্রেনটি কালুরঘাট সেতু অতিক্রমের সময় তিনি বগির দরজায় দাঁড়ানো ছিলেন। সম্ভবত অসতর্কতাবশত তিনি বগি থেকে নিচে পড়ে আহত হন।