ঘরের মাঠে ১৩ নভেম্বর প্রীতি ম্যাচে নেপাল ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১৮ নভেম্বর ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচ খেলতে আজ মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন সমিত সোম।
কানাডায় গতকাল সোমবার ম্যাচ খেলেন সমিত। সেই ম্যাচ খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দেন কাভালরি এফসির এই মিডফিল্ডার।
আগামীকাল বুধবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় প্রাকটিস করবে হাভিয়ের কাবরেরার দল। ম্যাচ যেহেতু পরের দিন রাত ৮টায় সে কারণেই সন্ধ্যার পর ম্যাচের আগে শেষ সেশনটা করতে চান বাংলাদেশের স্প্যানিশ কোচ।
সব ঠিক থাকলে বিকেল পর্যন্ত বিশ্রাম নিয়ে এদিন দলের সঙ্গে অনুশীলন সেশন করবেন সমিত। শারীরিক অবস্থা বিবেচনায় নেপালের বিপক্ষে পরের দিন মাঠে দেখা যাবে তাঁকে। ধারণা করা হচ্ছে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যাবে ২৮ বছর বয়সি ফুটবলারকে।
এদিকে টালমাটাল পরিস্থিতি সামলে ম্যাচের দুই দিন আগে মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছায় নেপাল। লাল সবুজের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ বিকেলে ঢাকায় এসেছে নেপাল।
সাম্প্রতিক সময়ে নেপালের ফুটবলাররা ঘরোয়া লিগের দাবিতে আন্দোলন করেছেন। এই অস্থিরতার মধ্যে অবশ্য নির্ধারিত সূচিতে ঢাকায় আসলো নেপাল জাতীয় ফুটবল দল।
টিজে/টিএ