জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘সরকার জনগণের সঙ্গে সাপ-লুডু খেলা শুরু করেছে। সাপ লুডু খেলায় দেখবেন যে ৯৬-এ ওঠে কেউ সাপের মুখে পড়লে তিনে নেমে আসে। জুলাই সনদ কমিশন বাস্তবায়নের একটা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে। সরকারের উচিত ছিল সেখান থেকে দুটো সুপারিশ কম্বাইন করে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেওয়া যে, আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই।
আপনাদের কোনো বক্তব্য থাকলে বলেন। তারা সে কাজটা করেনি।’
সম্প্রতি গণমাধ্যম্যের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘সরকার আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে।
বল কোর্টে এসেছে, আপনার গোল দেওয়ার কথা। আপনি রাজনৈতিক দলগুলোকে আবার বলছেন যে, তোমরা ফাউল করে আসো। এই যে পরিস্থিতি সরকার তৈরি করেছে একদিকে জামায়াতে ইসলামী বলছে ঢাকা শহরের মানচিত্র বদলে দেব। অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামব।’
তুষার বলেন, ‘সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটার দায় সরকারকে নিতে হবে। তারা নিজস্ব কোনো পজিশন না নিয়ে রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা বসেন। তাহলে সরকার আছেন কেন? আপনারা রেফারি মনে রাখবেন। রেফারি মানে হচ্ছে, যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না।’
তুষার আরো বলেন, ‘আমাদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি করেছেন। অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন সারা দেশজুড়ে। এই কারণে যদি সুষ্ঠু নির্বাচন চান, এই সরকারকে আগামী যে সময়টুকু আছে -জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না।’
পিএ/এসএন