সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতি ও ক্ষমতার ক্ষেত্রে আমাদের দেশের সংস্কৃতি এমন যে, একবার কেউ ক্ষমতায় বসলে তার বিরুদ্ধে কথা বলা বা তাকে নামানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বাঙালির যে ভয় পাওয়ার সংস্কৃতি, এটি মূলত ক্ষমতাকে তারা ভয় পায়। তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। ক্ষমতা লাভের জন্য তারা কোনোভাবেই পিছপা হচ্ছে না, এমনকি ক্ষমতায় যাওয়ার জন্য যদি ইবলিশের সঙ্গেও বন্ধুত্ব করতে হয়, তাও তারা করবে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা বিদ্যমান। নির্বাচন আদৌ হবে কি না, হবে তো কীভাবে, রাজনৈতিক সমীকরণ কী হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না—এই সমস্ত প্রশ্ন এখনো অমীমাংসিত। এ ছাড়া তৃতীয় শক্তির উত্থান ও ভারতসহ অন্যান্য নেতিবাচক প্রচারণা নিয়েও আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, নানা ধরনের বাধা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে তাদের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের সহযোগী দলগুলো নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। কারণ, নির্বাচন আমাদের জাতীয় উৎসবের মতো, যেখানে ক্ষমতার প্রতি মানুষের প্রচণ্ড আগ্রহ রয়েছে। একবার কেউ যদি ক্ষমতায় বসে যায়, তারা সহজে ক্ষমতা হারাতে চায় না এবং সাধারণ জনগণও অনেক সময় তাদের প্রতি সম্মান প্রদর্শন করে।
ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি ও চেষ্টার মধ্যে রয়েছে জামায়াতের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, ক্ষমতায় এখন যারা আছেন, তারা সাধারণত চাঁদাবাজি বা মাস্তানি করেননি, বরং তারা সাধারণ জীবনযাপন করেছেন। কিন্তু ক্ষমতায় আসার পর, আমরা তাদেরকে ভয় পাচ্ছি। প্রেস সচিব থেকে শুরু করে উপদেষ্টারা, এমনকি সমাজে প্রভাবশালী কিছু ব্যক্তিদেরও আমরা ভয় পাচ্ছি।
ইএ/এসএন