বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। কদিন আগেই ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।
এই নারী ক্রিকেটের দাবি অসংখ্যবার বিসিবিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি। জাহানারার অভিযোগ আমলে নিয়ে গত ৮ নভেম্বর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২ নভেম্বর সেই কমিটিতে আরও দুজনকে যোগ করেছে বিসিবি।
নতুন করে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। এই কমিটিতে আগে থেকেই ছিলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা। সেই সঙ্গে সাবেক বিচারপতি তারিক উল হাকিম ও ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা রয়েছেন এই তদন্ত কমিটিতে।
কমিটির গঠন নিম্নরূপ-
সভাপতি:
বিচারপতি তারিক উল হাকিম
সাবেক বিচারপতি, আপিল বিভাগ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সদস্য:
রুবাবা দৌলা
পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সদস্য:
ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা
সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সভাপতি, বাংলাদেশ উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশন
সদস্য:
অধ্যাপক ড. নাইমা হক
প্রাক্তন চেয়ারম্যান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সদস্য, বাংলাদেশ আইন কমিশন
সদস্য:
ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান
সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
এসএস/টিএ