রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী সমাবেশ করেছে ঢাকায় এবং সেখান থেকে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া বা অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া অস্বীকারটা করলো কে? আমার প্রশ্ন সেটা। হ্যাঁ, আওয়ামী লীগ একভাবে অস্বীকার করার চেষ্টা করেছে কিন্তু তারা মেনেও নিয়েছে। মেনেও নিতে হয়েছে যে, একটা অভ্যুত্থান হয়েছে এবং তাদের পতন হয়েছে।
এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, স্বীকৃতিটা কিভাবে চাইছে জামায়াত এবং অন্যান্য দল? তারা চাইছে যে, জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে এবং এই আইনি ভিত্তিটা হতে হবে গণভোটের মাধ্যমে। সেই গণভোটটা হতে হবে জাতীয় নির্বাচনের আগে।
অর্থাৎ ওই স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া যাবে না। তবে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে সেজন্য তারা বলছেন তারা ২০২৬-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান।
জিল্লুর বলেন, বিএনপি গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের দিনেই চায়। যে পদ্ধতিতে গণভোট করার কথা বলা হচ্ছে সেটাই বিজ্ঞানসম্মতন নয়।
কেউ কেউ এটাকে সংবিধানসম্মতও বলছেন না। জামায়াত বলছে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ‘২৬ সালে কোনো নির্বাচন নেই। আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ উনারাই ডিসাইড করে দিচ্ছেন উনারাই বলে দিচ্ছেন নির্বাচন হবে কি হবে না।
জিল্লুর আরো বলেন, গণভোটের বিষয়ে সবদল একমত উল্লেখ করে তারা বলেন তারিখ নিয়ে এত আয়নাবাজি কেন? গণভোট নিয়ে বিএনপিও বলছে তারা রাজি।
অন্যদলও বলছে রাজি। পার্থক্যটা বিএনপি চাইছে ইলেকশনের দিন আর ওনারা চাইছেন আগে।
আরপি/এসএন