সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে রাজত্ব করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। ইতোমধ্যে নিয়ে ফেলেছে ৫২ রানের লিড। ১৬৯ রান করে ক্রিজে টিকে আছেন মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় দিনে ২৭০ রান নিয়ে খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দ্রুত তাদের অলআউট করেছে বাংলাদেশ। ২৮৬ রানে থেমেছে আইরিশদের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে রাজত্ব করেছেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটিতে এসেছে ১৬৮ রান। সাদমান ৮০ রান করে বিদায় নিলেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। এখনও টিকে আছেন ১৬৯ রান করে। মুমিনুল হককে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে।
সাদমান এবং জয়ের ওপেনিং জুটিতে ভর করেই উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দারুণ শুরুর পর চলেছে দুই ওপেনারের উইলোবাজি। দিন শেষে সন্তুষ্টি ঝরেছে ওপেনার সাদমানের কণ্ঠে। সাথে জয়কেও প্রশংসায় ভাসালেন তিনি।
দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেছেন, ‘না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেরকম প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি। ইচ্ছা ছিল ওপেনিং জুটিটা যদি ভালো হয় তখন নিচে, ওয়ান ডাউন বা যারা আছে তাদের জন্যও ভালো জুটি হবে আশা করি। এভাবে আমরা কথা বলে শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হয়েছে। কাল সারাদিন আছে ইনশাআল্লাহ। ভালো একটা টোটাল যদি দিতে পারি ভালো হবে।’
সাদমান আরও বলেছেন, ‘আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করেছে। এখনও জয় আছে। আশা করি আমাদের যেন ভালো একটা স্কোর দিতে পারে।’
এছাড়া সিলেটের উইকেটে বল টার্ন করবে কিনা এমন প্রশ্নের জবাবে সাদমান বলেছেন, ‘না প্রথম দিনে হাসান মাহমুদ যখন বল করেছে বল কিন্তু টার্ন করেছে। ওদেরও কিছু কিছু বল টার্ন করেছে। যেকোনো উইকেটে ৩ দিনের পর বল কিছু টার্ন করে। উইকেটও ড্রাই আবহাওয়াও ড্রাই ফলে কালকে টার্ন পেতে পারে স্পিনাররা। উইকেট এখানে জিম্বাবুয়ের সাথে যেমন ছিল, বৃষ্টি ছিল কিছুটা। সেজন্য হয়ত প্রথম ইনিংসে (জিম্বাবুয়ের বিপক্ষে) সেভাবে সুবিধা পাইনি আমরা। এবার এখন উইকেটটা ভালো অবস্থায় আছে।’
ওপেনিংয়ে সব ফরম্যাটেই বেশ ভুগেছে বাংলাদেশ দল। এবার এমন শত রানের বিস্ফোরক জুটিতে নিশ্চিতভাবেই দলে বইছে স্বস্তি। সাদমানও খুশি এমন জুটি এনে দিতে পেরে। সাদমান বলেছেন, ‘ওপেনিং জুটি হলে তো দলের জন্য অবশ্যই ভালো। সামনে যে সিরিজগুলো আছে চেষ্টা করব ভালো করার। তা তো অবশ্যই। ভালো জুটি সবসময় ভালো বার্তা দেয়। ভালো জুটি হলে রানটাও ভালো হয়।’
স্পেশাল কোনো কাজ করেই কি সফল হয়েছেন সাদমান? জবাবে টাইগার ওপেনার বলেছেন, ‘আমরা আমাদের প্র্যাকটিস করি। কথা বলি কীভাবে খেললে দলের জন্য ভালো। এগুলোই, এর চেয়ে বেশি স্পেশাল কিছু হয় না।’
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড মুশফিকুর রহিমের, ২১৯। বর্তমানে ১৬৯ রানে অপরাজিত থাকা জয় কি সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারবেন? জবাবে সাদমান ইসলাম জানালেন, 'ইনশাআল্লাহ আশা করি অবশ্যই পারবে। আমাদের উচিত জয় এভাবে ব্যাট করছে অবশ্যই আরও বড় করা উচিত। ভালো পথে আছি আমরা জয়ও ভালোভাবে আগাচ্ছে ইনশাআল্লাহ।'
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট এটি। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর, ঢাকায়।
ইএ/এসএন