মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের নতুন ছবি কান্তা ১৪ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে ছবির রোমাঞ্চ ও দর্শক প্রত্যাশার মধ্যেই দুলকার নিজের সিনেমা নির্বাচন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডায় তিনি জানিয়েছেন, চলচ্চিত্রের সাফল্য বা ব্যর্থতা প্রায়ই তার স্ক্রিপ্ট নির্বাচনের সমালোচনার মূল কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, “যদি আমার সিনেমা হিট হয়, তখন স্ক্রিপ্ট নির্বাচন চমৎকার বলা হয়। আর যদি কোনো ছবি ব্যর্থ হয়, সবাই বলে, ‘সে স্ক্রিপ্ট পড়তেও জানে না।’”
এর আগে কিং অফ কুঠা ছবির প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর দুলকারকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। সেই সময়ের স্মৃতিচারণে তিনি জানিয়েছেন, কিছু সময়ের জন্য তার বিরতি দরকার ছিল এবং স্বাস্থ্যের সমস্যার কারণে কিছু কাজ পিছিয়ে গিয়েছিল। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এটা কারো দোষ নয়।
কান্তা পরিচালনা করেছেন সেলভামনি সেলভারাজ এবং এতে শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন সমুথিরাকানি, ভাগ্যশ্রী বরসে, রানা দাগুবতি ও রবীন্দ্র বিজয়। এর পাশাপাশি দুলকার আরও একটি সিনেমা আকাশম্লো ওকা তারা-য়ও দেখা যাবে।
যদিও সাফল্য ও ব্যর্থতার মিশ্র অভিজ্ঞতা তার পেছনে ঘুরে দাঁড়িয়েছে, দুলকার এখনো মূল লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তিনি স্পষ্ট করেছেন, “আমার চেষ্টা সব সময় ভালো সিনেমা তৈরি করা।”
চলচ্চিত্র জগতে দুলকারের এই সততা ও গল্প বলার প্রতি অঙ্গীকার দর্শক ও সমালোচকদের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ইএ/এসএন