দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া, আর সেই প্রত্যাবর্তন যেন এক মহা বিস্ফোরণ। এস এস রাজামৌলির পরিচালনায় গ্লোবট্রটর এর প্রথম লুক উন্মোচিত হয়েছে ১২ নভেম্বর, যেখানে প্রিয়াঙ্কাকে দেখা গেছে ‘মন্দাকিনী’ চরিত্রে এক সাহসী, বন্দুকধারী নারী, উজ্জ্বল হলুদ শাড়িতে মোড়া আত্মবিশ্বাসী ও তীব্র ব্যক্তিত্বে ভরপুর।
রাজামৌলির মন্তব্য, “যিনি বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন, স্বাগত দেশি গার্ল” মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভক্তরা একে বলছেন প্রিয়াঙ্কার মহাফেরত, আবার অনেকেই মনে করছেন এটি নারী-কেন্দ্রিক অ্যাকশন সিনেমার নতুন যুগের সূচনা।
প্রায় ১১৬ মিলিয়ন ডলারের বাজেটের এই মহাকাব্যিক অ্যাডভেঞ্চার ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন মহেশ বাবু, যিনি অভিনয় করছেন এক দুঃসাহসী অভিযাত্রীর ভূমিকায়, এবং প্রিথ্বিরাজ সুকুমারন, ভয়ংকর খলনায়ক ‘কুম্ভ’ চরিত্রে। ওডিশা থেকে শুরু করে আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তর চলচ্চিত্রের চিত্রায়ণ যেন ভৌগোলিক ও আবেগের এক মহাযাত্রা।
প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গ্লোবট্রটর শুধু একটি সিনেমা নয়, হয়ে উঠেছে এক বৈশ্বিক আয়োজন, যেখানে ভারতীয় নারীর শক্তি ও সাহস আবারও বিশ্বদরবারে আলো ছড়াবে।
আরপি/এসএন