আবারও বিশ্বকাপে খেলতে চান মেসি

আর কী চাই লিওনেল মেসির? ২০২২ কাতার বিশ্বকাপ জিতে পেশাদার ক্যারিয়ারের ষোলোকলাই তো পূর্ণ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে মানুষের চাওয়ার যে শেষ নেই, সামর্থ্যের শতভাগ কাজে লাগিয়ে চাহিদা পূরণের চেষ্টাটাই করতে চান মেসিও। তার সামনে এবার কুইজের মতো কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল। বিশ্বকাপ নাকি ব্যালন ডি’অর, কোচ নাকি ক্লাবের মালিক, গোলরক্ষক নাকি ডিফেন্ডার-  এমন কিছু মজার প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি।

বৈশ্বিক অনলাইন ফুটবল কমিউনিটি ৪৩৩–এর এক কুইজে এক কথায় প্রকাশের মতো করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। তার কাছে জানতে চাওয়া হয় আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ নাকি ব্যালন ডি’র, কোনটি জিততে চান? মেসি নির্দ্বিধায় সেই প্রশ্নের জবাব দিয়েছেন, ‘আরেকটি বিশ্বকাপ।’ ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কারের হিসাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ খেতাবের একটি। যা রেকর্ড সর্বোচ্চ আটবার জিতেছেন মেসি।




২০২৩ সালের মাঝামাঝিতে পিএসজি ছাড়ার মধ্য দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী তারকা। এরপর থেকে অনেকবারই সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে পরিবারসহ শান্তিপূর্ণ ও উপভোগ্য সময় কাটানোর কথা বলেছেন। তবে নিজের শৈশব-কৈশোর থেকে বেড়ে ওঠা ও সন্তানদের জন্মভূমি মিলিয়ে বার্সেলোনায় স্বপ্নময় অধ্যায়ের কথাও বারবার উঠে এসেছে মেসির মুখে। মায়ামি নাকি বার্সা কোথায় খেলাকে বেছে নেবেন প্রশ্নে মেসির উত্তর– ‘বার্সেলোনা।’

একইভাবে হ্যাটট্রিকের চেয়ে দলের জয়নির্ধারণী গোল, ক্লাবের কোচ হওয়ার চেয়ে মালিক হওয়া, গোল পাওয়ার চেয়ে প্রতিপক্ষ ফুটবলারকে নাটমেগ করা, দূরপাল্লার গোলের চেয়ে কর্নারে গোল করা, গোলকিপার হওয়ার চেয়ে ডিফেন্ডারের ভূমিকায় খেলা, ৪-৪-২ ফরমেশনের চেয়ে ৪-৩-৩ ফরমেশনে খেলাকে প্রাধান্য দিয়েছেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা।

আর্জেন্টিনার জার্সিতে মেসিকে কি ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে? দেশটি সমর্থক কিংবা ব্যক্তিগত ভক্তদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন এখন যেন এটােই। আরেকটা বিশ্বকাপে খেলা নিয়ে অনেকবারই নিজের মতামত জানিয়েছেন মেসি। তবে কোথাও ঠিক স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপে খেলতে আগ্রহী, আবার একই সঙ্গে সাবধানীও এলএমটেন। মেসি বলছেন, ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর। কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’

১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা আমেরিকা ট্রফি, বিশ্বকাপে গোল্ডেন বল, ব্যালন ডি’অর কিংবা বিশ্বকাপের সেই সোনালি ট্রফি, কী নেই তার ঝুলিতে! আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপেও তাকে কেন্দ্র করে আরেকবার বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখতে চায় লিওনেল স্কালোনির দল ও দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরীরা।

টিএম/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ, হ্যাঁ-না ভোটে সিদ্ধান্ত Nov 13, 2025
img
বিটিভি কোনো দলের বা রাজনৈতিক শক্তির হাতিয়ার হবে না : মাহফুজ Nov 13, 2025
img
জনগণ আ.লীগকেই লকডাউন দিয়ে রেখেছে: রিজভী Nov 13, 2025
img
সহকারী কোচ হিসেবে দুইবারের বিশ্বকাপ জয়ী শেন ওয়াটসনকে যুক্ত করল কলকাতা Nov 13, 2025
img
ফরিদপুরে আ.লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান Nov 13, 2025
img
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি Nov 13, 2025
img
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম Nov 13, 2025
img

গোলাম পরওয়ার

যারা অন্যায়-অপরাধ করেছে, জাতি তাদের আর কখনো গ্রহণ করবে না Nov 13, 2025
img
আ. লীগের লকডাউনের প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ Nov 13, 2025
img
জয়ের লক্ষ্য নিয়ে নেপালের বিপক্ষে রাতে মাঠে নামছেন হামজারা Nov 13, 2025
img
জুলাই সনদের বাইরে ড. ইউনূসের কোনো সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি: আমীর খসরু Nov 13, 2025
img
সংকট রয়েই গেল, কর্মসূচি চলবে : প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী Nov 13, 2025
img
চীন সীমান্তের পাশে নতুন বিমানঘাঁটি স্থাপন করেছে ভারত Nov 13, 2025
img
নাটোরে আওয়ামী লীগের মশাল মিছিল, আটক ৯ Nov 13, 2025
img
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৮৩৩ Nov 13, 2025
img
ছয় বছর পর আবার ওয়ানডেতে ক্যাম্পবেল Nov 13, 2025
img
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Nov 13, 2025
img
রোববার আরও ১২ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি Nov 13, 2025
img
বার্সার নজর কেরেছে আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড থমাস দে মার্টিস Nov 13, 2025
img
অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধারের চ্যালেঞ্জে সফল হয়েছি : প্রধান উপদেষ্টা Nov 13, 2025