চট্টগ্রামে মোড়ে মোড়ে অবস্থান বিএনপি-জামায়াতের

লকডাউন ডেকে চট্টগ্রামে মাঠে নামেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে চট্টগ্রামের জনজীবনে তেমন প্রভাব পড়েনি। সড়কে অন্যান্য দিনের চেয়ে যানচলাচল কিছুটা কম রয়েছে। তবে চোরাগোপ্তা হামলা নিয়ে যানবাহন মালিক ও চালকদের কিছুটা উৎকণ্ঠা রয়েছে। একারণে যাত্রীর সংখ্যাও কিছুটা কম রয়েছে। তবে অফিস-আদালত খুলেছে। তবে সেবাপ্রার্থীর উপস্থিতি কিছুটা কম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর কিংবা বিভিন্ন উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগর ও বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান ও টহল দিতে দেখা যায়। পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারাও ফোর্স নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া চট্টগ্রাম শহর এলাকায় বুধবার রাত থেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এদিকে, নাশকতা ঠেকাতে বুধবার থেকে চট্টগ্রামে সরব রয়েছে বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বুধবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মিছিল করেছে দলগুলো। বৃহস্পতিবার ভোর থেকে মিছিল, অবস্থান কর্মসূচি ও বাইক শোডাউন দিতে দেখা যায়। এসময় কোথাও কোথাও নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে কর্মসূচি পালন করতে দেখা যায়।

সরেজমিন এবং খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নগরের অন্যতম প্রবেশমুখ বাকলিয়া থানার শাহ আমানত সেতুর এলাকায় অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। নগরের চান্দগাঁও ও বহদ্দারহাট মোড় এলাকায় পৃথক কর্মসূচি পালন করতে দেখা যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের। বহদ্দারহাট মোড় ও মুরাদপুরে মাইক বাজিয়ে সরব রয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নগরের আরেক প্রবেশমুখ বায়েজিদ বোস্তামী থানা অক্সিজেন এলাকায়ও অবস্থান এবং মিছিল করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম শহরজুড়ে বাইক শোডাউন চলছে। এতে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রশিবিরের এই কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে। এছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা ঢাকা পোস্টকে বলেন, আমাদের পাল্টা কোনো কর্মসূচি নেই। তবে মাঠে বিএনপি ছাত্রদলের কর্মসূচির পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটি তাদের কর্মসূচি হতে পারে। তবে আমাদের দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই।

বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন কর্মসূচি ডেকেছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে। ওই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা, যার রায় ঘোষণার তারিখ প্রকাশ হয়েছে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বার্সার নজর কেরেছে আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড থমাস দে মার্টিস Nov 13, 2025
img
অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধারের চ্যালেঞ্জে সফল হয়েছি : প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা Nov 13, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Nov 13, 2025
img
ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু দিলেন বিজয় Nov 13, 2025
আপনি কি জীবন নিয়ে খুশী? Nov 13, 2025
img
শাকিব খানকে দিয়ে মিসির আলি চরিত্র করানো যাবে: রায়হান রাফি Nov 13, 2025
‘মন বোঝে না’ মুক্তিতে তমা মির্জার চরম বিরক্তি Nov 13, 2025
img
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড Nov 13, 2025
img
অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি Nov 13, 2025
img
জুলাই সনদ আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 13, 2025
img
প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ Nov 13, 2025
img
কারিনার চরিত্রে অভিনয় করতে চান হিরা মানি Nov 13, 2025
img
৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ Nov 13, 2025
img
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে বিএনপি Nov 13, 2025
img
আবারও বিশ্বকাপে খেলতে চান মেসি Nov 13, 2025
img
আশ্রয়প্রার্থী গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাইতে পারে জার্মানি Nov 13, 2025
img
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি Nov 13, 2025