রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমরা প্রায়ই শুনতাম, আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি। খুব শুনতাম। কিন্তু আসলে তাদের হ্যাডম নেই। এ কথা আমি সব সময় কনটেস্ট করেছি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সময় আমার মনে হয়েছিল তারা এমন কিছু করবে যে সরকার পড়ে যাবে। কিন্তু কিচ্ছু হয়নি। এক এগারোর সময় শেখ হাসিনাকে ধরে নিয়ে গেছে, কিচ্ছু হয়নি।
যা-ই হোক, আওয়ামী লীগের আসলে ওই শক্তি নাই।’
তিনি বলেন, এখনকার আওয়ামী লীগের কিছুই নাই। এটি একটি মাস্তান সংগঠন, মাফিয়া ও ডাকাতের দল। তার ওই নৈতিক শক্তিই থাকে না যে অ্যাকটিভ কোনো রাজনীতি করবে, মুভমেন্ট করবে।
তবে চোরাগোপ্তা কিছু কাজ করার চেষ্টা করতে পারে টাকা দিয়ে, তার সঙ্গে ভারতের এজেন্টরা আছে, র কাজ করছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, তবে এটার মাধ্যমে তারা দেখাতে পারল যে এই প্রথম তারা কিছু করতে পারছে। আগুন লাগানো হোক, বোমা ফাটানো হোক তাতে যেটা হয় আওয়ামী লীগের দেশে যারা আছে তাদের কাছে মনে হবে আওয়ামী লীগ বেঁচে আছে। এই একটা বোধ তাদের কাছে যাওয়ার সম্ভাবনা আছে।
তিনি বলেন, ‘আমার মনে হয় সরকারও প্রকাশ্যভাবে অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে।
সরকারের উচিত ছিল ভেতরে স্টেপ নেওয়া, বাইরে অল্প ব্যাপার যে আমরা সব সময়ের মতো নিরাপত্তার ব্যাপারে সতর্ক আছি। কিন্তু আওয়ামী লীগের জন্য এটা করছি, ওটা করছি, সেটা করছি এর মাধ্যমে আওয়ামী লীগকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি না।’
এমকে/এসএন